করোনার অণুছড়া

এক#
করোনাতে বন্ধি আছি
মাত্র হলো ক’মাস
ভুড়ি দেখে মনে হবে
চলছে বুঝি ন’মাস।

দুই#
করোনাতে বন্ধ আছে
রেস্তোরা,পাব,জিম-টিম
হাসপাতালে শামাল দিতে
ডাক্তার খাচ্ছে হিমশিম !

তিন#
ঘরে ঘরে ঝগড়া ফ্যাসাদ
করোনাতে বেড়েগেছে
পুলিশ রিপোর্ট স্বামীর দিকে
বউরা বেশি… তেড়েগেছে।
তাইবলে কেউ এই ভেবোনা
স্বামীরা সব হেরেগেছে !

চার#
অলস সময় কাটতে চায়না
খাবার দাবার শোয়াতে
ব্রেকিং নিউজ…নতুন রেকর্ড
চারিদিকে… পোয়াতে !

পাঁচ#
আব্বে হালা করোনা নয়
মোটেই কোন হাচির বাত
সাহেদ-সাবরিনার লাইগ্যা
হইবার পারে আচিরবাদ ?

4 thoughts on “করোনার অণুছড়া

  1. করোনা আমাদের জীবন যাত্রার গতিশীলতাকে এক অভূতপূর্ব মাত্রায় নিয়ে গেছে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. করোনা কালে বদলে গেছি আমরা । বদলে গেছে সব। বদলে যাওয়া সময়ের এই চিত্রের  উপস্থাপনাা দারুণ লেগেছে। 

     

    চলুক….  

  3. করোনাকালের ইতিহাস, কবির লিখিত বর্ণনা হুবহু মিলে গেছে। কবিকে শুভেচ্ছা।     

মন্তব্য প্রধান বন্ধ আছে।