লিখবোনা আর গল্প কবিতা
আকবনা আল্পনা
লোকে মন্দ বলে।
আমি নাকি আবেগি
আবেগ নিয়া খেলা করি
লোকে মন্দ বলে।
তোমায় নিয়া লিখা কবিতা
আমার থেকে তাদের ভাবায়
সত্যি তুমি ভাগ্যবতী।
নিন্দুকেরা নিন্দা করে
কারকি যায় আসে
আমিও মানিনা মানবনা,
তোমায় কভু ছাড়বনা
যে যায় বলুক যার যা খুশি
আজও তোমায় ভালবাসি।
নিঃসন্দেহে ভালো লিখেছেন কবি আবু রায়হান।
খুবই সুন্দর
লোকের মন্দ বলায় যায় কি আসে
আপনার লেখাকে যাবই ভালোবেসে।
যে যা-ই বলুক-না-কেন, লেখকের কলম যেন থেমে না যায়। লিখতে হবে, লিখে দেখাতে হবে; বিশ্বকে জানাতে হবে।
শুভকামনা থাকলো।