সকল ধর্ষক এক সমান

মুখোশে মুখোশে ঢাকা
ধর্ষক বাহারি,
তারকাছে সব সমান
উঁচু-নিচু পাহাড়ি।

মসজিদ, মন্দির,
প্যাগোডা, গির্জা
হিন্দু, খৃস্ট, মুসলিম
গোলাম, শেখ, মির্জা।

শিশু না-সে যুবতি,
মেয়ে না ছেলে সে
হায়েনার রূপধরে
ধারে কাছে পেলে সে।

মাদ্রাসা, স্কুল
মক্তব ও কলেজে
ধর্ষকের দর্শন।
ধর্ষণই বলে’যে।

সকল দেশে সকল বর্ণে
সকল ধর্ষক এক সমান
যুগেযুগে হাজার বছর
ইতিহাস তার হয় প্রমাণ।

6 thoughts on “সকল ধর্ষক এক সমান

  1. ধর্ষক বা অপরাধীর কোন দল থাকে না; এরা সুযোগ সন্ধানী, এরা সকল কালে সকল যুগে সমান।

  2. একদম ঠিক! সব দেশের সব ধর্ষক একইরকম। শুভেচ্ছা-সহ শুভকামনা সারাক্ষণ।

  3. সকল দেশে সকল বর্ণে
    সকল ধর্ষক এক সমান
    যুগেযুগে হাজার বছর
    ইতিহাস তার হয় প্রমাণ।

    সত্য উচ্চারণ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।