মুখোশে মুখোশে ঢাকা
ধর্ষক বাহারি,
তারকাছে সব সমান
উঁচু-নিচু পাহাড়ি।
মসজিদ, মন্দির,
প্যাগোডা, গির্জা
হিন্দু, খৃস্ট, মুসলিম
গোলাম, শেখ, মির্জা।
শিশু না-সে যুবতি,
মেয়ে না ছেলে সে
হায়েনার রূপধরে
ধারে কাছে পেলে সে।
মাদ্রাসা, স্কুল
মক্তব ও কলেজে
ধর্ষকের দর্শন।
ধর্ষণই বলে’যে।
সকল দেশে সকল বর্ণে
সকল ধর্ষক এক সমান
যুগেযুগে হাজার বছর
ইতিহাস তার হয় প্রমাণ।
হুম। সকল ধর্ষক এক সমান।
ধর্ষক বা অপরাধীর কোন দল থাকে না; এরা সুযোগ সন্ধানী, এরা সকল কালে সকল যুগে সমান।
চমৎকার লেখেছেন কবি দা
Right. 100% right
একদম ঠিক! সব দেশের সব ধর্ষক একইরকম। শুভেচ্ছা-সহ শুভকামনা সারাক্ষণ।
সকল দেশে সকল বর্ণে
সকল ধর্ষক এক সমান
যুগেযুগে হাজার বছর
ইতিহাস তার হয় প্রমাণ।
সত্য উচ্চারণ।