প্রেমের শরশয্যা

মনের সব মধু চেটেপুটে খেয়েছে মৌমাছি
শরীরে জমে আছে শুধুই ধুতরাফুলের বিষ
প্রেমের ক্ষরণ শেষে মরনের বেলা
কি নিয়ে যাবো বলো ফুলের বাসরঘরে!
সেই কবে জেনেছিলাম সবাই প্রেমে পড়ে।

একবার স্বাদ জেগেছিলো মনে প্রমের দহনে জ্বলে
বুকেতে আগলে রাখি তাকে অনলের সুখে।
গেঁথেছিলাম প্রেমের মালা আঁখির ফুলেতে,
দিন শেষে সেই মালা হেমলক রসে
আমার গলাতে ঝুলে সাতনরী হয়ে।

পারিনা গিলে নিতে, পারিনা ফেলে দিতে যন্ত্রণার ঢেউ এসে
অাঁখিকে ভাসায় জলে তৃষিত সাগরে
এখন বুঝতে পারি পিরিতের কাদাজলের তীব্র দহনে
শরশয্যায় বেঁচে অাছি কষ্টের কাননে।

6 thoughts on “প্রেমের শরশয্যা

  1. ভাল করে বুঝবার জন্য এক সেশনে কয়েকবার পড়লাম লেখাটি। শুভেচ্ছা প্রিয় মন দা। :)

  2. অাঁখিকে ভাসায় জলে তৃষিত সাগরে
    এখন বুঝতে পারি পিরিতের কাদাজলের তীব্র দহনে
    শরশয্যায় বেঁচে অাছি কষ্টের কাননে। ____ চমৎকার প্রিয় কবি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।