লাগাম নেবে লাগাম।
উল্টাপাল্টা কথাবার্তা বলবে যারা আগাম।
তাদের জন্য উপদেশ।
হরেক রকম লাগাম আছে ব্যবহারেও বেশ।
পরে দেখুন হোফা।
এতেও যদি কাজ না করে নিয়ে দেখুন ফুঁ-ফা।
বড় রশির ফাগা।
গলায় ঝুলে রাখতে পারেন নিজকে ভেবে ছাগা।
কাণ্ডজ্ঞানের অভাব?
তেল মালিশে জীবন কাটান এমন যাদের স্বভাব।
ভেবে খাবার সুসী।
গরুর মতো চিটার সাথে মিশে খাবেন ভুষি।
3 thoughts on “বেফাঁসের লাগাম”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
বেশ চমৎকার
বেশ ভাবনাময় কবি দা
কাণ্ডজ্ঞানের অভাব?
তেল মালিশে জীবন কাটান এমন যাদের স্বভাব।