হ্যাপি ভ্যালেন্টাইন

149815844_10

ভালবাসা মানে নয় শুধু খাই, খাই !
কেনাকাটা ঘোরাঘুরি এটা ওটা চাই?
গিফ্টবক্স ঢেকে রাখে ভালবাসা বন্ধি
অঘোষিত লেনাদেনা পূলকিত সন্ধি।

ফেব্রুয়ারী চৌদ্দ বিশেষ এই দিনে
ভালেবাসা সেলহয় যে পারে কিনে।
বারোমাসী ভালোবাসা একদিনে সেটিং
প্রেমিক-প্রেমিকার কাঙ্খিত ডেটিং।

ভালবাসা কবু যেন ঘৃণাতে না ভরে
ভালোবাসা নিয়ে থাক যুগযুগ ধরে।
ভালবাসার খামারে ভালবাসা চাষ
শুধু এইদিনে নয় হোক বারো মাস।

1 thought on “হ্যাপি ভ্যালেন্টাইন

  1. হ্যাপি ভ্যালেন্টাইন প্রিয় কবি সৈয়দ হিলাল সাইফ। শুভ হোক প্রতিটি সময়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।