মানুষ তুমি
মানুষ আমি
আসল কে যে
জানেন শুধু অন্তর্যামী।
রূপে তুমি
অতি মনোহর
কিন্তু দেখি অন্তর জুড়ে
ভয়াবহ কহর!
মানুষ আমি
করছি শুধু
নিজে-নিজে
মানুষ-দাবি,
কিন্তু ভাবি
কে যে ঘুরায়
আর কার হাতে
আমার মনের চাবি!
মানুষ তুমি
মানুষ আমি
করছি কত জোরসে দাবি,
আসলে আজ মানুষ কিনা
তাইতো এখন ভাবি।
মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝাই।
ভালো বলেছেন। আপনাকে অশেষ ধন্যবাদ। আর শুভেচ্ছা।
স্বাগতম।