ট্যাগ আর্কাইভঃ আমার প্রিয় কবিতা

বসন্ত ও আমার বউ মিনি

images

বসন্ত ও আমার বউ মিনি

খোঁপায় তোর হলুদ গাঁদা,চোখে প্রেমের হাসি
এই বসন্তে নতুন করে তোরেই ভালোবাসি
নতুন করে মনের কোণে,আলগা হাওয়ার খই
প্রেমিক জানে,হলদে দুপুর হলদে প্রেমিক সই
নদীর জলে আছড়ে পড়ে মনকথাদের দোল
গানের সাথে পিছলে পড়ে “ভালোবাসি” বোল
নদীর ধারে গেওড়া গাঁয়ে শিমুল বনের মেলা
আমের মোলে রোদপরীরা করছে হাওয়ায় খেলা
এই যে ফাগুন, এই বসন্ত কেমনে বলো চিনি
ফুলের ঋণে হাত পেতেছে আমার বউ মিনি