ট্যাগ আর্কাইভঃ আল্লাহ্‌র নামে শুরু

অসীম দয়ালুর নামে শুরু

ইচ্ছা যখন আছে মনে
শুরুটা তবে করতেই হয়,
শেষটার আগে কভু মনে
নাইবা আসে কোন ভয়।

তাই শুরুটা হোক পাকা পোক্ত
সকল দুর্বলতা হোক ত্যাক্ত,
শুরুটা হোক তাঁর নামেতেই
হয়েছ যার পরম ভক্ত।
তবেই না সে সহায় হবে
দূর করতে তোমার ভয়,
প্রতি পদেতে তাঁর সাহায্য
সে যে পরম করুণাময়।

‘পড় তোমার প্রভুর নামে’
এভাবেই হোক শুরু, তোমায় বলছি-
আমিও তাই তোমারি সাথে
‘পরম করুণাময় অসীম দয়ালু
আল্লাহ্‌র নামে শুরু করছি’।