একনিষ্ঠ অনুগত এর সকল পোস্ট

একনিষ্ঠ অনুগত সম্পর্কে

একনিষ্ঠ অনুগত, এটি তাঁর সাহিত্যিক ও অনলাইন ছদ্মনাম। নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন সস্তাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিন ভাইয়ের মধ্যে তিনি মেঝ। ছোটবেলা থেকেই ছিলেন শান্ত, ভাবুক, চিন্তাশীল ও কর্মঠ একজন মানুষ। ভাবতেন ছোট বড় অনেক প্রশ্ন নিয়ে। জানতে চাইতেন আসল সত্য। শুরু হয় জ্ঞান সাধনা। লেখালেখিটাও শুরু হয় এই জ্ঞান সাধনার ভেতর দিয়েই।

যে দিন চলে যাব

Chole_Zabo

যে দিন আমি চলে যাব
রবোনা এ দুনিয়াতে,
রেখে যাব না কোনকিছু
দিতে প্রিয়জনদেরকে।
রেখে যাব না কোন স্মৃতি
কারও চোখের পাতাতে,
আমি চাই না কারও দুঃখ–কষ্ট
চাইনা কাউকে কাঁদাতে।

যে দিন আমি হারিয়ে যাব,
পাবেনা কেউ আমাকে
আমি তো হারাবো না তাদের
হারাবো না আমি কাউকে।
যে দিন তোমরা আমায় ভুলে যাবে
আর মনে করবে না আমায়;
কেন ভুলতে পারি না আমি
কেন স্মৃতি এসে আমাকে কাঁদায়।
যে দিন সবাই জানতে পারবে
আমার মনের কথা,
বুঝবে সে দিন সকলেই যে হায়
আমার মনের ব্যথা।

তুমি কত সুন্দর

001. Tumi_Koto_Sundor

‘তুমি কত সুন্দর’
দক্ষিনের জানালায়,
ফোঁটা স্নিগ্ধ গোলাপ-
সু-গন্ধ ছড়ায় দিনভর
তুমি তারচেয়ে সুন্দর।।

‘তুমি কত সুন্দর’
উষ্ণ গরমের দিনে,
ক্লান্ত শ্রান্ত মনে,
দমকা হাওয়ায়
জুরিয়ে যাওয়া-
শরীর আমার;
তুমি তারচেয়ে সুন্দর।।

‘তুমি কত সুন্দর’
সুন্দর ধরণীর বুকে
সুন্দর মানবী তুমি
তোমার জন্যে-
পাগল আমি,
যেমনি মাটির টানে
বৃষ্টি পড়ে ঝরঝর;
‘তুমি কতই না সুন্দর’।।

অসীম দয়ালুর নামে শুরু

ইচ্ছা যখন আছে মনে
শুরুটা তবে করতেই হয়,
শেষটার আগে কভু মনে
নাইবা আসে কোন ভয়।

তাই শুরুটা হোক পাকা পোক্ত
সকল দুর্বলতা হোক ত্যাক্ত,
শুরুটা হোক তাঁর নামেতেই
হয়েছ যার পরম ভক্ত।
তবেই না সে সহায় হবে
দূর করতে তোমার ভয়,
প্রতি পদেতে তাঁর সাহায্য
সে যে পরম করুণাময়।

‘পড় তোমার প্রভুর নামে’
এভাবেই হোক শুরু, তোমায় বলছি-
আমিও তাই তোমারি সাথে
‘পরম করুণাময় অসীম দয়ালু
আল্লাহ্‌র নামে শুরু করছি’।