ইচ্ছা যখন আছে মনে
শুরুটা তবে করতেই হয়,
শেষটার আগে কভু মনে
নাইবা আসে কোন ভয়।
তাই শুরুটা হোক পাকা পোক্ত
সকল দুর্বলতা হোক ত্যাক্ত,
শুরুটা হোক তাঁর নামেতেই
হয়েছ যার পরম ভক্ত।
তবেই না সে সহায় হবে
দূর করতে তোমার ভয়,
প্রতি পদেতে তাঁর সাহায্য
সে যে পরম করুণাময়।
‘পড় তোমার প্রভুর নামে’
এভাবেই হোক শুরু, তোমায় বলছি-
আমিও তাই তোমারি সাথে
‘পরম করুণাময় অসীম দয়ালু
আল্লাহ্র নামে শুরু করছি’।
পরম করুণাময় আল্লাহ্ তাআলা সর্ব শক্তিমান। আপনার প্রথম পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ। শব্দনীড়ের পাশে থাকুন। সতীর্থ সহ ব্লগারদের পোস্ট পড়ুন, আপনার মতামত রাখলেই আমরা আনন্দিত।
অনেক শুভেচ্ছা আপনাকে। শব্দনীড় ব্লগে এটাই প্রথম কারও মন্তব্য পাওয়া। ইনশাআল্লাহ্, পাশে পাবেন অবশ্যই। ব্লগের আরও কিছু জিনিস বোঝার চেষ্টা করছি। প্রথম পাতায় মন্তব্যের কোন নোটিফিকেশন প্যানেল চোখে পড়ল না, কিভাবে নিয়মিত নোটিফিকেশন যাচাই করতে পারি, যদি একটু সাহায্য করতেন দয়াকরে।
শব্দনীড় হোম পেজ এর তৃতীয় কলামে মন্তব্যের উত্তর দেখুন বাটনে ক্লিক করলে আপনি যে পোস্টে মন্তব্য করেছেন, তার উত্তর যদি পোস্টদাতা দিয়ে থাকেন, সেটা দেখতে পাবেন।
আপনার পুরোনো পোস্টে কেউ নতুন মন্তব্য করলে পোস্টের দ্বিতীয় কলামে মন্তব্য পেয়েছেন কলামে দেখতে পাবেন।
অনেক উপকার হল, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
একনিষ্ঠ অনুগত ্ আপনাকে শব্দনীড়ে স্বাগতম।
শুভকামনা জানবেন।
আপনাকেও শব্দনীড়ে আমার পাতায় স্বাগতম। দেখা হবে আবার, বারবার; ইনশাআল্লাহ্।
শুভেচ্ছায় ভালোবাসা একনিষ্ঠ অনুগত ভাই। নিয়মিত লিখুন।
অনেক ধন্যবাদ আপনাকে, উৎসাহ দিয়ে পাশে থাকুন।
শুভেচ্ছা ও ভালোবাসা । আমরা সবাই সৃষ্টিকর্তার অনুগত ।
একদম ঠিক বলেছেন। ভালো থাকুন, এই কামনা রইল।