ট্যাগ আর্কাইভঃ খেয়ালী মন

খুল যা সিম সিমঃ গেদু, দীলখুশ ও খেয়ালী মন

দূরের কাছের সকল পাঠক দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই আশু নব বর্ষের শুভেচ্ছা। দিনে দিনে অনেক সময় বয়ে যাচ্ছে, শব্দনীড়ে নতুন নতুন আইডিয়া নিয়ে আসছেন অনেকই। খুল যা সিম সিম এ পক্ষ থেকে অভিবাদন জানিয়ে শুরু করছি আজকের পর্ব।

চিঠি চালাচালি নিয়ে নতুন আইডিয়া নিয়ে এসেছেন খেয়ালি মন। ঐদিকে দীলখুশ মিঞা হাই হ্যালো চালিয়ে যাচ্ছেন বেশ।

তো দীলখুশ মিঞা খেয়ালীমনকে চিঠি দিলো।

চিঠিতে লেখা, ‘ প্রিয় খেয়ালিমন, আমি একটা মহা ঝামেলায় পড়েছি, একমাত্র তুমিই পার এই ঝামেলা থেকে আমাকে মুক্তি দিতে। দয়া করে যদি তুমি আমাকে ১০ হাজার টাকা পাঠিয়ে দাও, তাহলে বর্তে যাই আমি। ছয় মাস পরই ধারের টাকা শোধ করে দেব।’

এই চিঠি পেয়ে খেয়ালী মন পরে গেলেন মহা ফ্যাশাদে ওই ব্যাটা দীলখুশ যে একটা ফাকিবাজ ভালো করেই জানে খেয়ালী মন, মরে গেলেও দীলখুশ মিঞা কিছুতেই এ টাকা শোধ করবে না।
মহা চিন্তায় পড়ল, ভাবতে ভাবতে হুট করেই বুদ্ধি করল, এবার তাকে একটা পাল্টা চিঠি পাঠিয়ে দিই।
খেয়ালী মন চিঠির উত্তর লিখে দিল, ‘ভাই , আমি খুবই দুঃখিত যে, তুমি ১০ হাজার টাকা চেয়ে যে চিঠিটি আমার ঠিকানায় পাঠিয়েছ, তা হয়তো ভুল করে অন্য কারও কাছে গেছে। তাই সেই চিঠিটি এখনো আমার হাতে এসে পৌঁছায়নি। তাই তোমাকে টাকাটা দিতে পারলাম না বলে ক্ষমা কোরো।’

আরে সাব্বাস। সাব্বাস, সাব্বাস।

এদিকে গেদুর সাথে দীলখুশ মিঞার সাথে দেখা।

দীলখুশ মিঞা গেদুকে বললঃ গেদু তুমি কি বিয়ে করেছো?
গেদুঃ হ্যা।
দীলখুশঃ কাকে ?
গেদুঃ একটা মেয়েকে।

দীলখুশ ভাবল এইতো সুযোগ গেদুকে বেকায়দা ফেলার, বললঃ কেউ কি ছেলেকে বিয়ে করে?

গেদু বললঃ হ্যাঁ, করে। গত বছর আমার বোন একটা ছেলেকে বিয়ে করেছিল।

গেদু বললঃ হায়রে হাই হ্যালো, তুমি চলো শিকরে শিকরে আমি চলি পাতায় পাতয়, তুমি বলো হ্যালো হাই, আমি বলি বাই বাই।

আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।