ট্যাগ আর্কাইভঃ জীবনবোধের কবিতা

একদিন আমি ফুরিয়ে যাবো

একদিন আমি ফুরিয়ে যাবো কর্পূরের মতো, শূন্যে মিলাবে আমার অস্তিত্ব,
তখন এইসব মায়াভরা রাতে আমি আর একাকী ঘুমহীন চোখে তোমাকে ভাববো না।
তখনও আসবে হিম কুয়াশা, ফোটা ফোটা ঝরবে শিশির শুকনো কাচা ঘাস পাতার শরীরে,
মেঘ ভাসবে হাওয়ায়, একই ঝুম ঝুম শব্দে নেমে আসবে বৃষ্টির দল,
তারারা জ্বলবে একইভাবে, গেয়ে যাবে আগন্তুক পাখিরা উঠোনের ডালে বসে।
.
আহ্নিক গতিতে এই পৃথিবীর রাতগুলোয় আসবে পূর্ণিমা কিংবা অমাবস্যা,
এভাবেই গন্ধ ছড়াবে বসন্তের ফুল, পথে পথে ঝরবে শিমুলের লাল ঠোঁট।
শুধু আমি থাকবোনা এইসব উপমায় তোমাকে মেলাতে আর,
ছটফট করে ক্লান্ত হবোনা আর, অব্যক্ত কিছু কথা নিয়ে আর কখনো হবেনা দম বন্ধ আমার,
হাতরে বেড়াবোনা তোমার সেই চেনা স্পর্শ আর,
একদিন আমি ফুরিয়ে যাবো কর্পূরের মতো।।
.
০৩/০৩/২০২২

কিছুই রবেনা জেনো

Dhongso

ক্ষীরের মতো নরম মাটিতে রুয়ে দেয়া গোলাপের চারাগাছটা,
একদিন যৌবনে ভরে দেবে শতশত ফুলের ঘ্রাণে পুরোটা আঙিনা।
সুপারির ভরে নুয়ে যাবে একদিন তার সদ্য গজানো চারাটিও,
তারপর একদিন মরে যাবে এমন করে রুয়ে দেয়া সবকটি চারা।।
.
গ্রীষ্মের তাপদগ্ধ মাটি; উনুনের মত জ্বলবে তীব্র যন্ত্রণায়,
একদিন তারপর বর্ষায় ধুয়ে যাবে তার বুক; ক্ষয়ে যাবে কিছুটা।
এই যে নদী; কত জোয়ার/ভাটা, ভাঙ্গা/গড়া প্রতি মৌসুমে মৌসুমে,
থেমে যাবে একদিন মানুষ খাওয়া এই জলেদের ঢেউয়ের আন্দোলন।।
.
হাতের তালুতে লেখা ভালোবাসার ফুটে উঠা নামটিও,
একদিন মুছে যাবে হৃদয় থেকে; অনুভূতিরা হয়ে যাবে দৃষ্টিহীন।
বইয়ের পাতায় লেখা যত ইতিহাস; যত কবিতাচক্রের ছন্দ,
তাও একদিন মুছে যাবে, রবেনা তার অভিভাবকেরা।।
.
আকাশের এত ভরাট নীলের বুক; সাদা অথবা কালো রঙের মিছিল,
ঝরে যাবে কান্নার ঘোর লাগা দুপুরে; সন্ধ্যায়; রাতে কিংবা অন্যসময়।
হিমালয়ে জমা বরফের গভীর ঘন আস্তরণ; হীম শিশির,
সবকিছু হয়ে যাবে কোন একদিন আপন পরিচয় হারা।।
.
দু’চোখের কোণে বাসা বেঁধে জমা সকল স্বপ্নেরাও,
হঠাৎ একদিন ভেঙ্গে যাবে যেন মনে হবে স্বপ্ন কী জানতাম না কখনো।
এই পৃথিবীর সবকিছু, এই আমরা, আমাদের যাকিছু আছে,
এসব কিছুই রবেনা কোন একদিন, কিছুই রবেনা জেনো।।
.
০২/১১/২০১৮
ছবি: গুগল থেকে