ট্যাগ আর্কাইভঃ দেশপ্রেম

দেশের গান

এখন পৃথিবী আমার আবাস নয়
এখন আমাকে দিয়াছে বিদায় ঝুপ
আমার সাথীরা গিয়েছে হারিয়ে চুপ
আকাশ ছাড়িয়ে কোথাও হয়েছি লয়।

ফেরেশতা আমাকে ফিরিয়ে এনেছে উড়ে
বেহেশত ফটক খুঁজেছে আমায় খুব
আমিতো পাইনি আপন সুবাস ফিরে
তাইতো থাকিনি চাইনি অসীম সুখ।

ও খোদা তুমিতো আমার হৃদয় চিন
কে আছে বন্ধুর আসনে তোমার মত
তোমাতে আমার না যদি হয় গো নাড়ী
তখন ও খোদা কোথায় খুজব পথ!

আমার ছিল যে এক দয়াময়ী মা
ঘুরিয়া বেড়াত মহিমান্বিত ভূমিতে
বারেবারে তার স্বপ্নীল মায়াবি হাতে
থামতে পারি না যতক্ষণ দেই চুমা ।

বেহেশতের চারিধারের পাঁচিল খোলে
সেই মা পাইনি অনেক মানুষ ভীড়ে
আমিতো বুঝিনি ওখানে আমার নাড়ী
সকলে যদিও সব সুখ চেয়েছে দোলে।

ওগো মা তুমিতো আমার হৃদয় চিন
কে আছে বন্ধুর আসনে তোমার মত
তোমাতে আমার না যদি শোধে গো ঋণ
তখন ওগো মা কোথায় খুজব পথ !

যে পথে শহীদ রক্তের সৌরভ বয়
যে পথে আপন সূর সদা জেগে রয়
সে পথে বিজয় উল্লাসে মা খোঁজে পাই
উচ্চকণ্ঠে নিজ দেশের গান তাই !

এ গান গেয়েছি সকল হইতে ফিরে
এ গান বেঁধেছি স্বর্গীয় শিল্প নিয়ে
এ গান আমার মায়ের নাড়ী জুড়ে
এ গান আমার সকল স্বত্বা দিয়ে।

এখন আমার যাবার ঘণ্টা বাজে

হয়ত হাটছ নগর রাজপথে,
হয়ত তুমি পেরুতে
একটা দারুন গানের সুর বাজে,
তোমার হৃদ সৈকতে
থমকে দাঁড়িয়ে পিছনে ফিরে চাও,
তোমার পরান ছুটে
নিজেকে খোঁজে ঘুরে দেখতে কি পাও
বাংলার ফসল মাঠে!

হয়ত তাহারা সুদূর হনলুলু,
হয়ত উত্তাল মস্কো
তাদের চারজন রঙিন সিডনি
দুজন কাঠমুন্ডু।
যখন মায়াবী গানটি তালে গাও
অনিন্দ্য আয়োজনে
তাহারা বাইতে কি চায় নিজ নাও
বাংলা জলে আনমনে!

এখন উত্তাল সময় ব্যাটে বলে
ক্রিকেট খেলা মাঠে
বাঘের বাচ্চারা খামচে ধরিয়াছে
চড়ে ক্যাঙারো পিঠে
যখন বিজয়ী উত্তাল গান গাও
নাচো মিছিল নৃত্যে
তখন তাহারা সরবে উঠে মেতে
আহা, আনন্দ চিত্তে!
হয়ত তাহারা সুদূর হনলুলু,
হয়ত উত্তাল মস্কো
তাদের চারজন রঙিন সিডনি
দুজন কাঠমুন্ডু।

এখন তাহারা কর্মী জাতিসংঘে
বাসিন্দা ওয়েস্টে,
এখন তাহারা কোম্পানি মালিক
সৌদি মিডল ইস্টে।
তাদের জন্ম, বেড়ে উঠা বোস্টনে
পিতার বরিশাল,
যতই সুদূর উপরে তারা তবু
বাংলায় হয় মাতাল।
হয়ত তাহারা সুদূর হনলুলু,
হয়ত উত্তাল মস্কো
তাদের চারজন রঙিন সিডনি
দুজন কাঠমুন্ডু।

এখন আমার যাবার ঘণ্টা বাজে
ট্রেনের হুইসিল
বৃষ্টিতে ভিজিয়ে শরীর আনন্দে
হৃদয় স্বপ্নিল
এখন যাবার বেলা দেশের ঋণ
কিভাবে যে শোধাই
সন্তানের মাঝে ছড়িয়ে দিতে তাই
দেশপ্রেম গান গাই।

আমার গানের ট্রেনের অতি গতি
তোমার দিক ছুটে
আমি ততদিনে হবো অতীত স্মৃতি
তুমি ফ্রাঙ্কফুর্টে।
হয়ত তাহারা সুদূর হনলুলু,
হয়ত উত্তাল মস্কো
তাদের চারজন রঙিন সিডনি
দুজন কাঠমুন্ডু।