দেশের গান

এখন পৃথিবী আমার আবাস নয়
এখন আমাকে দিয়াছে বিদায় ঝুপ
আমার সাথীরা গিয়েছে হারিয়ে চুপ
আকাশ ছাড়িয়ে কোথাও হয়েছি লয়।

ফেরেশতা আমাকে ফিরিয়ে এনেছে উড়ে
বেহেশত ফটক খুঁজেছে আমায় খুব
আমিতো পাইনি আপন সুবাস ফিরে
তাইতো থাকিনি চাইনি অসীম সুখ।

ও খোদা তুমিতো আমার হৃদয় চিন
কে আছে বন্ধুর আসনে তোমার মত
তোমাতে আমার না যদি হয় গো নাড়ী
তখন ও খোদা কোথায় খুজব পথ!

আমার ছিল যে এক দয়াময়ী মা
ঘুরিয়া বেড়াত মহিমান্বিত ভূমিতে
বারেবারে তার স্বপ্নীল মায়াবি হাতে
থামতে পারি না যতক্ষণ দেই চুমা ।

বেহেশতের চারিধারের পাঁচিল খোলে
সেই মা পাইনি অনেক মানুষ ভীড়ে
আমিতো বুঝিনি ওখানে আমার নাড়ী
সকলে যদিও সব সুখ চেয়েছে দোলে।

ওগো মা তুমিতো আমার হৃদয় চিন
কে আছে বন্ধুর আসনে তোমার মত
তোমাতে আমার না যদি শোধে গো ঋণ
তখন ওগো মা কোথায় খুজব পথ !

যে পথে শহীদ রক্তের সৌরভ বয়
যে পথে আপন সূর সদা জেগে রয়
সে পথে বিজয় উল্লাসে মা খোঁজে পাই
উচ্চকণ্ঠে নিজ দেশের গান তাই !

এ গান গেয়েছি সকল হইতে ফিরে
এ গান বেঁধেছি স্বর্গীয় শিল্প নিয়ে
এ গান আমার মায়ের নাড়ী জুড়ে
এ গান আমার সকল স্বত্বা দিয়ে।

5 thoughts on “দেশের গান

  1. অতীব সোনালী সুন্দর লিখেছেন , লেখা পড়ে পুলকিত হলাম ।

  2. পোক্ত কবিতায় প্রাণঢালা ভালোবাসা প্রিয় কবি ফকির আবদুল মালেক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।