ট্যাগ আর্কাইভঃ দেশাত্মবোধক কবিতা

স্বাধীনতা আজকাল

4640

আয়োজন করে স্বাধীনতা প্রদর্শিত হয় সাম্যের মুখস্থ বুলি আওড়িয়ে,
ভাষণে মুখরিত হয় একাত্তরের চেতনার গান, দূর থেকে দূরে।
অথচ আমি এই বাংলার নারীদের মগজ ঘুরে দেখি,
সেখানে স্বাধীন ধর্ষকেরা, জারি রেখেছে অনির্দিষ্ট সময়ের কারফিউ।
মধ্যবিত্ত চোখ উপড়ে ফেলতে দেখি ক্রমবর্ধমান স্বাধীন নাগরিক বৈষম্য দিয়ে,
শ্রমিকের শরীর থেকে ঘামের সাথে টের পাই গলাকাটা স্বাধীন স্বপ্নের গন্ধ।
বেকার মাথার উপরে আজও সশব্দে উড়ে যেতে দেখি যুদ্ধ বিমান,
সেখান থেকে পড়ে স্বাধীন বিকারগ্রস্ততার অভিশাপ।
অনাহারীর পেটে আমি উঁকি দিয়ে দেখি,
সেখানে স্বাধীনতার তাবুতে খেলে স্বৈরাচারী ক্ষুধা।
.
২৬/০৩/২০২২

একুশ মানে

1455566444

একুশ মানে আমার মায়ের ভাষার অহংকার,
আমার ভাইয়ের রক্তে জ্বলা জাগ্রত হুংকার।
একুশ মানে মাথা তুলে বাঁচার দীপ্ত পণ,
রক্ত চক্ষু রুখে দেবার শপথ আমরণ।।
.
একুশ মানে শ্লোগান শোভিত পায়ে পায়ে মিছিল,
অধিকার আদায়ে রাজপথটা রক্তে করা পিছিল।
একুশ মানে উত্তাল ঠেউয়ে যুদ্ধে যাবার নেশা,
বুকের ভিতর তপ্ত আগুন বারুদে পুরোটা ঠাসা।।
.
আমার কাছে একুশ মানে স্বাধীন হবার ডাক,
রোদ্র জ্বলা ঝাঁঝালো দুপুরে ডানা ঝাঁপটার হাঁক।
চাষার চোখে সোনালী ভোরের সকাল দেখার স্বপন,
একুশ মানে মজুর যুবার ইচ্ছে বুকে লালন।।
.
একুশ বুঝায় অন্যায় সব দু’পায়ে মাড়িয়ে চলা,
শাসক নামের শোষক শ্রেণির পতন করার খেলা।
একুশ মানে আপন চোখে আকাশ দেখার স্বাদ,
একুশ মানে ন্যায়ের তরে উঁচিয়ে তোলা হাত।।
.
২০/০২/২০২০
ছবি: গুগল থেকে

মা মাটি বাংলা

এখানে রাত্রির পর রোদ্দুর মাখা সোনালি সকাল,
দুয়ার পেরুলে ঝাঁকে ঝাঁকে পাখি হাওয়ায় চঞ্চল।
উঠোনে মাচার উপর শিম ফুলেদের কথকতা,
পৌষের কুয়াশায় উড়ে আসে ক্লান্ত বকের দল হিম সন্ধ্যায়।
এখানে দীঘির শ্যাওলা জলে হাঁসের তুমুল সাঁতার,
বিলের জলে জেগে উঠে শাপলার লাল সাদা মুখ তলে শালুক জমা।
এখানে বেগুনের নরোম পাতার ছাউনিতে বাঁধা টোনা-টুনির ছোট্ট সংসার,
তালের শক্ত পাতার তলে বাবুইয়ের অদ্ভুত কারুকাজ।
এখানে জোনাকিরা ঢেউয়ের মতো ভেসে বেড়ায় অন্ধকারে,
চাঁদের রাতে প্রাণ ফিরে পায় শেওড়া গাছে শাঁকচুন্নির গল্পেরা।
.
এখানে তপ্ত দুপুরে দেখা মেলে মাছরাঙার চৌকশ চোখ,
একই ফুলে বসে কালো ভ্রমর, মৌমাছি আর ধূসর ফড়িং।
চৈত্রের রোদে পথের ধারে জ্বলে উঠে সারি সারি ভাঁটফুল,
হিজল, অশথের পাতায় পাতায় লেগে থাকে শিশিরের চুমু।
কদমের হলুদ বুকে ঝরা বৃষ্টির বসবাস আষাঢ়ের দিনে,
এখানে সাদা মেঘের মতো শরতের কাশফুল হাওয়ায় মাতাল।
বটের ছায়ার তলে জমে উঠে ক্লান্ত দেহের সাজানো বিশ্রাম,
এখানে মাটির গন্ধে উল্লাসে ভরে যায় দেহের সবকটি কোষ।
এখানে নীল আকাশের তলে পৃথিবীর শ্রেষ্ঠ জমি উৎকর্ষতায়,
এখানে দরিদ্র কৃষকের ভালোবাসায় বাঁচে ফসলের প্রাণ।
তুমি যাও পৃথিবীর আর সব দেশে, পাবেনা এইসব, সবুজ আঁচলের মাঠ,
এমন মায়ের মতো করে পাবেনা তুমি বাংলার মাটির আদর।।
.
১৯/০৪/২০২০
#StayAtHome #StaySafe

নবান্ন

যতদূর এই বাংলার মাঠে চোখ যায়, দেখি সোনার ফসল,
জেগে আছে দিন রাত মাটির বুকে, সহজ শিশুর মতো।
সবুজ পাতা তার হয়েছে হলুদ, নুয়ে গেছে শীষ পাকা ধানের ভারে,
একলা ফড়িং যেন পেয়েছে খুঁজে তার সাথী, এইসব ফসলের নিমন্ত্রণে।
নতুন গন্ধ আজ এসেছে গ্রাম জুড়ে পথে পথে পাড়ায় পাড়ায়,
কৃষকের দরদী গলার গান, ছড়ায়েছে যেন এই বাংলার হাওয়ার ভিতর।
.

ছবিঃ বাড়ীর পিছনে, আমারই তোলা,
সময়ঃ বিকেল ৪:১০, ১৯/১১/২০১৬
০১/০৫/২০২০