ট্যাগ আর্কাইভঃ দোয়েল এর কাব্যগল্প

কাব্যগল্পঃ সেই অথর্ব এখন কম্পিউটার ইঞ্জিনিয়ার

ছেলেটির পা নেই
দু’টো পা-ই নেই তার
পা দু’টো হারিয়েছে সে শিশু বয়েসেই
একটি গাড়ী এক্সিডেন্টে
তখন সে ক্লাশ থ্রীতে পড়ত।
একদিন কথা হলো তার সাথে আমার
বলল তার পা-না থাকার কষ্টের কথা
বললাম-কিভাবে চল ?
ক্রাচে ভর করে।
পঙ্গু জীবনে এ এক অধ্যায়
আমি ভাবতে লাগলাম–।পরে জিজ্ঞেস করলাম,
লেখাপড়া কর ?
হ্যাঁ করি, এবার এসএসসি জিপিএ-৪.৬৫ নিয়ে পাশ করেছি।
কলেজে ভর্তি হব ভাবছি, কিন্ত্ত টাকা নেই,
কলেজে ভর্তি হব কি করে ?
কথাটা শুনে কষ্টই অনুভব হলো-
পঙ্গু জীবনে রোজগার কোথায়?
যে সংসার তার অভাবের দৈন্যশালা!

আমি পড়তে চাই,
প্রথম শ্রেণীর একজন অফিসার হতে চাই,
গভীর স্বপ্ন নিয়ে বলে ছেলেটি।
আসলেই কি সম্ভব! তবু আমি তাকে উৎসাহ দিতে-
হ্যাঁ, তুমি পারবে, তোমার মধ্যে অদম্য ইচ্ছা-শক্তি আছে,
তুমি ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে পার,অথর্ব (ছেলেটির নাম)
কোন বিষয়ে ইঞ্জিনিয়ারিং পড়লে ভাল হয়,বলতে পারেন?
কম্পিউটার সায়েন্স-এ
কম্পিউটার! কম্পিউটার!!
ছেলেটি বিস্ময়ে বলে উঠলো।

হ্যাঁ,কম্পিউটার।
কিন্তু টাকা পাব কোথায় স্যার?
টাকা তোমার হবে অথর্ব, সাহস যুগিয়ে বলি।
কেমন করে স্যার?
তুমি পার্ট জব করবে, আমি ব্যবস্থা করে দেই।
পার্ট জব!
হ্যাঁ পার্ট জব, এতে তোমার রোজগারও হবে
লেখাপড়া হয়ে যাবে তোমার।

ছেলেটি চিৎকার করে বলে উঠলো-
আমি পথ পেয়ে গেছি,
আমি এখন আমাকে নতুন করে আবিস্কার করব
সম্পূর্ণ রুপে নিজেকে গড়ে তুলব আমি
আমি হব সেরা কম্পিউটার ইঞ্জিনিয়ারদের অন্যতম
পঙ্গু জীবনে ভিক্ষাবৃত্তি ভাল নয়,
ভাল নয় জীবনে অভিসাপ নিয়ে বেচেঁ থাকার
আমার পা নেই তাতে কোন দুঃখ নেই
দুটি হাত আর সুস্থ-সুন্দর মস্তিস্ক তো আছে
আমি এ দুটোকে কাজে লাগিয়ে
কাংখিত স্বপ্নকে জয় করবই আমি।

ছেলেটি পার্ট জব-এ কাজ নেয় কম্পিউটার সেন্টারে
অবশ্য পূর্বে তার কম্পিউটার ধারনাটা ছিল
এসএসসি তে কম্পিউটার বিষয়টিও ছিল।
এতে তার বুঝতে সহজ হয়েছে,আর
আগ্রহ জন্মেছে তার প্রবল,
তাই সে গভীর রাত পর্যন্ত পাঠ্যবাসে মগ্ন থাকে
কম্পিউটার সায়েন্স নিয়েই।
তার পা নেই, এতে তার বিন্দুমাত্র কষ্ট নেই,
প্রখর মেধাবী হওয়ায়,
তার কলেজের বন্ধুরা তাকে সহযোগিতা করে,
শিক্ষকদের বেশ অনুপ্রেরণাও পায় সে,
এতে সে আস্তে আস্তে পার করে কলেজের এক একটি অধ্যায়
তার প্রবল ইচ্ছা-শক্তি তাকে টেনে নিয়ে যায়,
সাফল্যের সোনালী জীবনে।

একদিন তার সাথে দেখা হল আমার
যার দুটি পা নেই, ক্রাচে ভর করে হাটে।
১১ বৎসর পর তার সাথে দেখা হয় আমার
গায়ে কোর্ট-টাই আর মাথায় ঝাকরা চুল
চোখে কালো সান গ্লাস
অফিস থেকে বের হয়ে আসছিল সে
কালো পাজেরো গাড়ী নিয়ে অপেক্ষা করছিল তার ড্রাইভার,
ওই মুহুর্তে তার অফিসে ঢোকার সময় দেখা হয়,
তার সাথে আমার,
ক্রাচে ভর করে দিয়ে আসছিল সে,
সে বেশ হ্যান্ডসাম ও মাথায় ঝাকরা চুল থাকায়
আমি চিনতে পারিনি প্রথমে তাকে-
সেই আমাকে চিনতে পেরে
কাছে এসে শ্রদ্ধায় সালাম করে বলল-
আনন্দানু চোখে
স্যার এতোদিন কোথায় ছিলেন?

আমাকে চিনতে পারছেন না, আমি সেই অথর্ব
সেই ছেলেটি যার দুটো পা ছিল না,
আজ আমি সফল একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার।

আজ আমার কোনকিছুর অভাব নেই,
অভাব নেই অর্থের,
আমি আমার জমানো তহবিল থেকে,
পঙ্গুদের সাহাযার্থে অর্ধেক-ই ব্যয় করি।
আমিও কেদেঁ ফেলি গভীর অপ্রকাশিত আনন্দে
১১বছর আগে কেমন দেখেছিলাম অথর্বকে?

আজ আমার সামনে সে কোর্ট-টাই পড়া
কম্পিউটার ইঞ্জিনিয়ার।
আমি অবিভূত হই তার অসম্ভবকে জয় করে
আজকের এই সফল্য ব্যক্তিতে পৌছতে পারায়।
আমি জিজ্ঞেস করি, অথর্ব তুমি কি বিয়ে করেছ?
জ্বী স্যার,আমার সংসারে দুটি ছেলে-মেয়ে
তারা আজ প্রাইমারিতে পড়ছে
আমার স্ত্রী মোহনা কলেজের বাংলা লেকচারার।
চলেন স্যার ?
কোথায় অথর্ব ?
আজ নয় অথর্ব, অন্যদিন না হয় সময় করে যাব।
প্লিজ স্যার,না করবেন না,
আজ ১১ বছর পর আপনার দেখা পেয়েছি,
ওই দেখেন স্যার,কালো পাজেরো আমার
এসে দেখেন স্যার–।
আমি যেন আনন্দে বাকশক্তি হারিয় ফেলি,
অথর্বের চোখ-মুখে আনন্দের ঝিলিক দেখে।
আমি আর না করতে পারি না,
বাধ্য হয়েই শীতাতপ নিয়ন্ত্রিত পাজেরো গাড়ীতে
বসতে হলো অথর্বের পাশে।
মনে হলো অথর্ব আজ আমাকে পেয়ে,
তার বাবাকে কাছে পাওয়ার আনন্দটা প্রফুল্ল চিত্তে অনুভব করছে।

গাড়ী চলতে থাকে বনানীর রাস্তা ধরে তার বাসার দিকে
রাজধানীর সব ব্যস্ততম মানুষগুলো ছাড়িয়ে,
আমি ভাবতে থাকি সেই দু-পা হীন পঙ্গু ছেলেটা
আজ কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে সাফল্যের সোনার হরিণটা ধরতে পেরেছে।

এখানে কেউ নেই…বলেছিল ছায়ানীল

এখানে কেউ নেই বলে উঠে কেউ একজন
শুনে অবাক হই;
এই মাত্রই তো দেখলাম একটা নীলছায়াকে
এখানে কেউ নেই তো বলে উঠে আবার কেউ
ঠিক আছে, বলে হাটতে থাকি-
ভূতরের পথ ধরে, জোসনাহীন রাত
হাটতে থাকি দিগন্ত জোড়া পথ
এই যে শুনুন নারীর কোমল কন্ঠ;
পথ থমকে দাঁড়াই—
লাটিমের মতো চোখ ঘুরিয়ে দেখি কেউ নেই,
নিস্তব্ধ পরিবেশ ছাড়া
কে ডাকে? অদ্ভূত ব্যাপার!
কে বলছেন–জিজ্ঞেস করি
কেউ না………আপনি চলে যান? অদৃশ্য আওয়াজ
আবার পথ চলতে শুরু করি,পায়ের আওয়াজে শুনি নুপুরের ঝনঝনানির মৃদু শব্দ
কেউ একজন আমার পাশ ধরেছে বুঝতে পারি, কিন্তু কে?
কেউ নয় আমি ছায়ানীল,
ছায়ানীল!
কেন অবাক হচ্ছেন?
জ্বি-কে আপনি?
বললাম তো ছায়ানীল। হাটতেছেন হাটতে থাকুন-
ঠিক আছে তাহলে যাত্রাপথে বাঁধা সৃষ্টি করবেন না, চলি—বলে আবার হাটতে থাকি।

নি:সঙ্গ যাত্রা, পথ চলছি মাইলের পর মাইল,
নিদ্রাহীন রাত, ভিখেরীর ছদ্মবেশ চলছি একটা জটিল কেস নিয়ে
সামনেই গন্তব্য স্থল,
একটু পরেই জীবন্ত লাশের কবরটা খুড়াখুড়ি করবো
২১ বছরের মেয়েকে গণধর্ষণ করে পুতে রাখা হয়েছে
এমনি এমনই এক গোপন সংবাদ জেনেছি আমি,
এখনো আইনের হাতকড়ায় পরেনি ধর্ষকদের হাত
এবার আমার আইনেই আমি, ধর্ষকদের ধরে কি করবো সেটা আমিই জানি
এই তো এসে গেলাম, নিস্তব্ধ একটা বাঁশঝাড়! থমথমে শিউরে উঠা ভূতুরে পরিবেশ!
দূর থেকে টর্চ লাইট মেরে হেটে আসছে কেউ, আমি আড়াল হই
এই কেউ আছে ওখানে? দূর থেকে আওয়াজ তুলে অন্য কেউ
না এখানে কেউ নেই; চলে আসছি বলে লোকটি চলে যায়।
আমি আড়াল থেকে বের হয়ে এসে কবরের পাশে দাঁড়াই, কয়েকদিন আগের কবর,
এখনো আতর-গোলাপের ঘ্রাণ বের হচ্ছে, অথচ কবরটি লতাপাতা দিয়ে ঢাকা
আমি উবু হই ঘ্রাণ নেওয়ার জন্য………..সাবধান ওখানে মুখ দিবেনা বলে উঠে কেউ
আমি চমকে উঠি, চোখ মেলে চারদিকে একবার দেখি—দেখি কেউ নেই,তাহলে কে?
ছায়ানীল—বলেছিলাম না? আবার সেই নারীর কন্ঠ? আপনি দাঁড়ান আমি আসছি
কী আশ্চর্য্যর ভিতর এখন আমি, অথচ অদৃশ্য ছায়ানীল ছাড়া কেউ নেই!

অপেক্ষার সময় কেটেছে পনের মিনিট, আমি এবার কবর খুঁড়ার জন্য প্রস্তুত হই
লতাপাতা সরাই, আস্তে আস্তে মাটি সরাতে থাকি……….ঘ্রাণ বাড়তে থাকে
অবাক হই অদ্ভূত এ ঘ্রাণে, মেয়েরা যেভাবে পারফিউম মেখে ঘ্রাণ সুন্দরীরুপে সাজে
তের বছর আগে আমার ইয়েও সুগন্ধি মেখে আমার জন্য বিশেষ সময়গুলোতে অপেক্ষায় থাকত
আজ সেই ঘ্রাণের মতো ঘ্রাণ পাচ্ছি……….মাটি খুড়ছি আমার ঘ্রাণে মোহিত হচ্ছি
এই কবর খুঁড়বে না! আবার সেই অদৃশ্য কন্ঠ ছায়ানীল বলে উঠে,
কেন?
খুঁড়ে লাভ নেই; এই কবরে কেউ নেই,
কারণ?
এই কবরের মেয়েটি আমিই ছায়ানীল, ক’দিন আগে আমাকে দূর্বৃত্তরা গণধর্ষণে মেরে ফেলেছে
শুধু মেরেও ক্ষান্ত হয়নি তারা, টুকরো টুকরো করে ডাস্টবিনে রেখেছিল ফেলে
মসজিদের ইমামের চোখে পড়েছিল আমার টুকরো টুকরো লাশ, উনিই এখানে কবর দিয়েছিলেন
মাঝে মাঝে কবর থেকে বের হয়ে খুঁজে বেড়াই ওই দুর্বৃত্তদের, কয়েকজনকে পেয়েও গেছি
ওদের এখন রাতের বেলায় ভয় দেখাই,পুলিশ-র‌্যাবের রুপ ধরে আকস্মিক সামনে দাঁড় হই
ওরা ভয় পায়, প্রচন্ড ভয়ে কুঁকুড়ে যায়–ঢোক ঢোক গিলে গ্লাসের পর গ্লাসের পানি
আমি অট্টহাসিতে তখন নিজেকে শ্বান্তনা দিতে চেষ্টা করি, চলে যান কাব্যগল্পকার!
কাব্যগল্পকার! আপনি আমাকে চিনেন কি করে?
চিনি কবি সাহেব। চলে যান……..সামনে কেউ জিজ্ঞেস করলে বলবেন-
এখানে কেউ নেই………..।
২২.০২.১৩