অপগত বেলার বিভাজন,
মুলত একটি আরোপিত ধারনা মাত্র।
অনন্ত অনাদি অদৃশ্য মহাকাল,
এমনই একটি সমাপন।
যার বিভাজন ঘটানো কখনই সম্ভব নয়।
অতীতের অস্তিত্ব প্রতীয়মান হয়
আমাদের বর্তমান ভাবনায়।
সময়ান্তর মূলত বিভিন্ন ঘটনা প্রবাহের
মাঝখানে একটা যতিচ্ছেদ মাত্র।
তবু মানুষের সুখ, দুঃখ আনন্দ আদর,
পাওয়া না পাওয়ার হাস্য বেদনার।
খেরো খাতায় হিসাব মেলানোর প্রচেষ্টায়,
বিদায় ২০১৯।
হোক ভালো কিছু মানব এবং মানবতার তরে ,
দূর হোক যত পাপ পঙ্কিলতা।
দূরান্তর থাক হতাশার অমানিশা।
ছুঁয়ে যাক সকলের তরে স্নেহ আর ভালোবাসা।
শুভকামনায় ও শুভেচ্ছায় জানাই অভ্যর্থনা ২০২০।
ভুলে যাই ভুলে যাই যত দ্বিধা ভেদ,
বুকে তুলে নেই যত বিষণ্ণতা ও ক্লেদ ।
পঙ্কে ফুটে ওঠে সুশোভন কমলিনী,
মানুষের ভালোবাসায় সেই পদ্মিনী।