ট্যাগ আর্কাইভঃ নীলের প্রিয়

‘আমি তোমারি নাম গাই’

কিছু গানের মধ্যে অদ্ভুত মাদকতা থাকে। শুরুতে প্রভাব না পড়লেও ধীরে ধীরে তলিয়ে যেতে হয়। ‘আমি তোমারি নাম গাই’ ঠিক সেরকমই একটা গান আমার জন্য। গত দুই সপ্তাহ ধরে এ মাদকতায় আসক্ত আমি। সকালের রোদে রিক্সায় প্রিয় মানুষের পাশে চলতে চলতে যে গুনগুন করছিলাম তা অফিসের বস্‌ এর সামনেও অজান্তে চলে আসছিল। সহজ সাধারণ কথা, সুর এবং অসম্ভব দরদী কন্ঠের এ গান যে কোন ধীর লয়ের গান পছন্দ করা মানুষের ভাল লাগবে নিশ্চিত ভাবে।

আমি তোমারই, তোমারই, তোমারই নাম গাই
আমার নাম গাও তুমি,
আমি আকাশ ও রোদের দেশে ভেসে ভেসে বেড়াই
মেঘের পাহাড়ে চড় তুমি,
আমি তোমারই, তোমারই, তোমারই নাম গাই
আমার নাম গাও তুমি ।।

ভালবাসা করে আশা তোমার অতল জল
শীতল করবে মরুভূমি,
জলে কেন ডাঙ্গায় আমি ডুবতেও রাজি আছি
যদি ভাসিয়ে তোল তুমি,
আমি তোমারই, তোমারই, তোমারই নাম গাই
আমার নাম গাও তুমি ।।

তুমি এসো ফসলের ডাকে বটের ঝুরির ফাকে
আর এসো স্বপ্ন ঘুমে,
এই স্বপ্ন দুচোখ খুলে জেগে দেখা যায়
যদি নয়ন তারায় বসো তুমি,
আমি তোমারই, তোমারই তোমারই নাম গাই
আমার নাম গাও তুমি ।।

কবিতা গেল মিছিলে মিছিল নিয়েছে চিলে
অসহায় জন্মভূমি,
আজ একতারার চিলা তোমার স্পর্শ চায়
যদি টংকার দেও তুমি,
আমি তোমারই, তোমারই, তোমারই নাম গাই
আমার নাম গাও তুমি ।।

পুনশ্চঃ মন আকুল করা এ গানের শিল্পী কালিকা প্রসাদ ভট্টাচার্য গত ৭ মার্চ ২০১৭ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। যতবার শুনি ততবার মন খারাপ হয়। এ সড়ক আর কত মানুষকে কেড়ে নিবে জানা নাই!

www.youtube.com/watch?v=mAhBg65a5FE