বিভিন্ন সময় বিভিন্ন যায়গায় গিয়ে বেশ কিছু ফুলের ছবি আমি তুলেছি আদিতে, এখনো তুলছি সুযোগ পেলেই। সেই সমস্ত ফুলের ছবি গুলি বিভিন্ন সময় ফেইসবুকে শেয়ার করেছি। পরে সেই সমস্ত ফুলের ১০টি করে ছবি নিয়ে একটি করে পর্ব আকবারে প্রকাশ করেছি। এখনো সেই ধারাবাহিকতা চলছে…..
১। ফুলের নাম : গোলাপ
ইংরেজি ও কমন নাম : Rose
বৈজ্ঞানিক নাম : Rosa rubiginosa
ছবি : নিজ।
ছবি তোলার স্থান : এলডিইজি ডাকবাংলো, সিলেট।
ছবি তোলার তারিখ : ২৪/০৯/২০১১ ইং
পড়তে থাকুন ১০টি ফুলের ছবি – ২