ট্যাগ আর্কাইভঃ মানবতাবাদী

বন্ধু

যে বিড়ালটা তোমায় দেখে মীও ডাকে
তোমার ভয়ে আড়াল খুঁজে লুকিয়ে থাকে;
আবার কভু তোমায় দেখে লেজটি নাড়ে
বন্ধু ভেবে তোমায় সে যে আসে ধারে।

দূরে গেলে তোমায় পেতে ব্যাকুল সে যে
মনের টানে প্রতীক্ষাতে তোমায় খুঁজে;
চোখের ভাষায় বন্ধু বলে ভালোবেসে
মীও ডাকে তোমার রুমের দ্বারে এসে।

কেন তাকে হঠাত করে আঘাত করো
পশু বলে! দেখো না ভেবে! দুঃখ তারও;
ক্ষিধে পেলে তারও মাথা ঝিম ঝিম করে
তোমার পিছু নিয়ে হাটে যদিও ডরে।

যে শিশুটি ক্ষুধার জ্বালায় চেয়ে থাকে
জীর্ণ শরীর, বাঁচার ইচ্ছে ছোট্ট বুকে;
অভাব তাকে শিক্ষা থেকে দূরে রাখে
ক্ষুধার রাজ্যে যুদ্ধ তাহার চলতেই থাকে।

তীব্র শীতের ভোর বেলাতে কাঁপতে দেখে
যে কাপড়টা ঘরের কোনে পড়ে থাকে;
মা’কে বলে একটা কাপড় দেও না ওকে!
সুহৃদ বন্ধুর হাত বাড়িয়ে বাঁচাও তাকে।

…….. পুনঃ প্রকাশিত