ট্যাগ আর্কাইভঃ জীবন মুখী কবিতা

করোনা, করোনা, ধরলে কিন্তু ছাড়বে না

বাঙালি বড় আজব জাতি,
সবটাতে তার বড্ড মাতামাতি।
এজন্যে তাদের হুজুগে বলে,
নিত্য আবেগে সদা ভেসে চলে।

হঠাৎ আজব এক রোগ এলো,
চিকিৎসাহীন রোগে মৃত্যু হলো।
ভয়ে সবাই আতঙ্কিত হয়,
উপায় খোঁজে, বাঁচার উপায়।

শুধু বাঙালির কোন ভয় নাই,
ঈশ্বর ভরসায় স্বান্তনা খুঁজে পায়।
ঝড়ে বক মরে, ফকিরে লাফায়,
দোয়া তাবিজে নাকি করোনা পালায়!

করোনা নাকি খুব জাত চেনে,
মুসলিমদের নাকি সে গুরু মানে।
মুর্খ লোকেদের অলীক ভরসা,
কোথায় পায় এত সাহস সহসা!

দলে দলে লোক ওয়াজ শুনতে যায়,
বাড়িতে বাড়িতে ডিজে পার্টি দেয়।
বিয়েবাড়িতে চলে দারুন হৈচৈ মজা,
একই আচরণে চলে রাজা সহ প্রজা।

মন্ত্রী মশাইগণ বেজায় সাহসী,
চিন্তা নাই কোন সদা হাসিখুশি।
চলছে ইশকুল, কলেজ পুরোদমে,
পড়তেই হবে ,টানলেও যমে!

কোন কিছুতেই নেই কোন মানা,
দেশটা যে বড্ড দলকানা।
হবে না তাদের ই কোন ক্ষতি,
ইমানদার হলে তবে মুক্তি।

হায় করোনা হায় করোনা,
ধরলে তো কাউরে ছাড়েনা।
এটুকু বোধ কবে হবে?
হাজার মৃত্যুর দামে যখন মূল্য দেবে?

শীতার্ত

শীতপ্রহরে হিম কুয়াশা নিয়ে,
কাব্য হতে পারে।
কাব্য কথায় শীতার্তের
দুঃখ ঘোচে নারে?

কত মানুষ সম্বলহীন,
নাইকো ভবিষ্যত।
বলতে গেলেই নানান যুক্তি,
নানান মতামত ।

যে মানুষগুলো পথের পাশে
থরথরিয়ে কাপে!
কে জানে শাস্তি পায় কেন,
কার কর্মের অভিশাপে?

সবার ই তো আছে একরকম
মাথার উপর ছাদ।
কারো কারো আরো বেশী ই আছে,
এক কথায় রাজপ্রাসাদ।

ভন্ডামি আর চাটুকারে,
ভরে গেছে দেশ!
সবকিছুতে ই ফাজলামি,
লজ্জার নাই রেশ।

একটি জামা একটি কম্বল,
এতেই কি সমাধান!
ফেসবুকে পোষ্ট, টুইটারে পোষ্ট
দারুণ গুনগান!

এসব ছাড়ো ঝেড়ে কাশো,
মুখোশ খুলে রাখো ।
শীত নাটকের ফটোসেশন
আর দেখতে চাই নাকো।

চলো সবাই এগিয়ে যাই,
দুঃখী মানুষের অভাবে।
শীতার্তের পাশে দাঁড়াই
সরল মনোভাবে।

বন্ধু

যে বিড়ালটা তোমায় দেখে মীও ডাকে
তোমার ভয়ে আড়াল খুঁজে লুকিয়ে থাকে;
আবার কভু তোমায় দেখে লেজটি নাড়ে
বন্ধু ভেবে তোমায় সে যে আসে ধারে।

দূরে গেলে তোমায় পেতে ব্যাকুল সে যে
মনের টানে প্রতীক্ষাতে তোমায় খুঁজে;
চোখের ভাষায় বন্ধু বলে ভালোবেসে
মীও ডাকে তোমার রুমের দ্বারে এসে।

কেন তাকে হঠাত করে আঘাত করো
পশু বলে! দেখো না ভেবে! দুঃখ তারও;
ক্ষিধে পেলে তারও মাথা ঝিম ঝিম করে
তোমার পিছু নিয়ে হাটে যদিও ডরে।

যে শিশুটি ক্ষুধার জ্বালায় চেয়ে থাকে
জীর্ণ শরীর, বাঁচার ইচ্ছে ছোট্ট বুকে;
অভাব তাকে শিক্ষা থেকে দূরে রাখে
ক্ষুধার রাজ্যে যুদ্ধ তাহার চলতেই থাকে।

তীব্র শীতের ভোর বেলাতে কাঁপতে দেখে
যে কাপড়টা ঘরের কোনে পড়ে থাকে;
মা’কে বলে একটা কাপড় দেও না ওকে!
সুহৃদ বন্ধুর হাত বাড়িয়ে বাঁচাও তাকে।

…….. পুনঃ প্রকাশিত