ট্যাগ আর্কাইভঃ রোজিনা ইসলাম

শৃঙ্খলিত বাংলাদেশ!

5399592567

আমার চলার পথে কিংবা
বাড়ি ফেরার সময়, কয়েদী বহনকারী
নীল গাড়িটি আমি প্রায়ই দেখি। শিকের ওপারে
একচিলতে আকাশ ছুঁতে চাওয়া
অসহায় কতগুলো হাত, যেন
নিঃস্ব কাব্যকলার এক বোবা ভাস্কর্য!

আজ আরো একজোড়া হাত দেখলাম
আয়তাকার শিকের ওপারে অসহায়
নির্ণিমেষ চেয়ে থাকা সেই হাত
আকাশ ছুঁতে না পারার অক্ষমতায় স্থবির
অতি পরিচিত ওই হাত জাতির বিবেকের!

শিকের ঘেরাটোপে রোজিনা ইসলাম
মুক্ত স্বদেশে বন্দী বিবেক, যেন শৃঙ্খলিত
একচিলতে বাংলাদেশ!
শিকের ওপারে থেকে যার হাত, আকাশ ছুঁতে চেয়ে
নিঃশব্দে লিখে চলে, আকাশ ছুঁতে না পারার
স্বপ্নভঙ্গের গোপন ইতিহাস!

অপেক্ষায় আছি..
কয়েদী বহনকারী নীল গাড়িটি আমাকে পাশ কাটাবে
শিকের ওপাশে তখন নেই ‘শৃঙ্খলিত বাংলাদেশ!’

#মামুনের_কবিতা_শৃঙ্খলিত_বাংলাদেশ

কবিতাঃ এখন দুঃসময়

inb43764

আঁধারের বুক চিরে ধুমকেতু হবে বলে জন্ম যার
স্বেচ্ছায় শৃংখলিত সেই গণমাধ্যম
বেঁচে আছে এক নিষিদ্ধ নগরীতে।

নতুন দিনের সূচনা সংগীতের কম্পমান লহরী হতে জন্ম যার
নতজানু হয়ে সেই গণমাধ্যম
জেগে থাকে এক ধর্ষিত পরবাসে।

মুক্ত স্বদেশে এখন দুঃসময়!
সাংবাদিকের এক একটি অক্ষর
বলপয়েন্টের প্রসবপথ থেকে বের হতেও ভয় পায়।

এখন লিখতে গেলেই
কে যেন ডেকে বলে, ‘ঠিক লিখছ তো?’
ঠিক বেঠিকের গোলকধাঁধায় অস্থির এই সময়!

সাংবাদিকতা এখন আর সৃষ্টিসুখের উল্লাসে কাঁপায় না
দুঃস্বপ্নে আঁতকে উঠে সাংবাদিক নিজেই খুঁজে ফেরেন
শৃংখলিত এক একটি ব্ল্যাকহোল!

কামরুজ্জামান থেকে মুজাক্কিরের রক্তাক্ত লাশ মাড়িয়ে
কোটি টাকার প্রণোদনার প্রহ্লাদ নৃত্যে উদ্বেলিত যখন সাংবাদিক নেতারা
রোজিনা ইসলাম! তোমার কলম দিয়ে কি লিখতে চাও?

এখন লিখতে গেলেই থামতে হবে
ভাবতে হবে, চাটতে হবে
এখন দুঃসময়!

সুসময়গুলো গণমাধ্যমকে একলা রেখে
বারান্দার চড়ুইগুলোর মত পালিয়েছে
চড়ুইদের ফিরে আসার গল্প লিখো আগে।

দুঃস্বপ্নের এই শহরের প্রতিটি সন্ধ্যা এখন
বিবর্ণ, বিষণ্ন, বিরক্ত আর
বিবশ অনুভবে রিক্ত!

রাতের আঁধার থেকে আরও অন্ধকার চুরি করে
জীবিত হাজারো লাশদের ভিড়ে
নিজের হৃদস্পন্দন শুনবে তুমি অবাহ্নিত এই নগরে।

বিষণ্ন সন্ধ্যাগুলো অবহেলায় গড়িয়ে দিয়ে
এই স্বৈরিণী জনপদে বাস করবে তুমি
এক বোবা শয়তান হয়ে।

নিষিদ্ধ এই নগরীতে লিখতে গেলেই থামতে হবে
ভাবতে হবে, চাটতে হবে
এখন দুঃসময়!

#মামুনের_কবিতা_এখন_দুঃসময়