ইঁটের গাঁথুনিতে গড়া শহর
তপ্ত পিচঢালা পথ,
চারদিক ঘেরা বহুতল ভবন
যান্ত্রিক শব্দে জনপথ!
পথের ধারে ময়লার স্তুপ
বাতাসে বয়ে দুর্গন্ধ,
বৃষ্টিতে ভিজে দূষিত পরিবেশ
শহরবাসীর দম বন্ধ!
চৈত্রের কাঠফাটা রোদের তাপে
পথে উড়ে ধূলিকণা
দূষিত পরিবেশ দূষিত বায়ুতে
শহর পরিপূর্ণ ষোলআনা।
ইঁট- কাঠে গড়া শহরে আজ
নদীর কান্না শুনি,
কাঁদে গাছগাছালি কাঁদে পাখি
শুনি ধ্বংসের জয়ধ্বনি!