ট্যাগ আর্কাইভঃ শান্ত চৌধুরী

সময়ের যত লেনদেন

মেঘদল জমে থাকা আকাশ
শুভ্র কুয়াশা ভেজা শিশির।
সবুজ ঘাসের এক চিলতে
অভিমানি বুক চাঁদের নিয়ন আলো খোঁজে।

জোনাকীরা ছুটে চলে অজানা
গন্তব্যে রঙ, রঙিনের ঘোর কেটে
উৎসবে ডুবে শহর।
সাইবেরিয়া থেকে আগত
একদল পরিযায়ী উড়ে যায়
মুখোরিত শব্দের উল্লাসে।

সময়ের যত লেনদেন, যত
হিসেব-নিকেশ
দ্রুত বদলে যায় সুর্যাস্তের মতো
অন্ধকারে।

নক্ষত্র ও আমি

আমি নক্ষত্রের মতো চেয়ে থাকি
দূরের মায়াবী ক্যানভাসে
নীল আকাশ, নীল জল ছুঁয়ে
যখন অন্ধকার নামে।

নীলাকাশ সিমাহীন
নীলজল অন্তহীন সমুদ্রে
সু উচ্চ পাহাড়ের বৌন উৎসব
নদীজল প্রমত্তা ছুটে যায়।

জলতরঙ্গ, নীলাকাশ সঙ্গম
অনিকেত সবুজ ছুঁয়ে
মহাকালের উৎসব।

জন্ম-জন্মান্তরের সূর্যাস্তে
নতুনের আগমনী বার্তা
দূরের পথে সংলাপ আর
মুখোরিত জীবনের গান।

তোমাকে দেখার সাধ অপূর্ণ

যত তোমাকে দেখি তোমাকে দেখার সাধ আমার অপূর্ণ,
আমি তোমাকে দেখেছি সেদিন তোমার উঠানে,
এলো চুলে, তোমার মায়াবী চোখের হরিণি মায়া।
তুমি অবরুদ্ধ, তোমার ছল দৃষ্টিসীমায়,
তোমার বোবা চাহনি!
আমি কত বার তোমাকে ডেকেছি !!

যত তোমাকে দেখি তোমাকে দেখার সাধ আমার অপূর্ণ,
তুমি বিকেলে সন্ধ্যা তারা ফুলের মতো সুবাসিত আলোড়ন,
তুমি প্রজাপতির ডানার মতো উজ্জ্বল, তুমি রাজসভা।

যত তোমাকে দেখি তোমাকে দেখার সাধ আমার অপূর্ণ,
তুমি সপ্তরঙা ইঁদ্রধনু অখিল, সপ্তডিঙ্গা,
রূপালী জোছনা, তোমাকে ছুঁয়ে যাই অনন্তের ভাবনায়।