★
পুরুষ আর নারী-একে অপরের পরিপূরক।
নারী পুরুষের অলংকার, পুরুষ নারীর অহংকার।
কি প্রয়োজন জোর করে বুঝতে যাবার?
#দূর্বোধ্য
★★
বাঁশঝাড়ের আড়াল থেকে যখন হেসে উঠল চাঁদ , কুয়াশার মত ঝরে পড়ছিল চাঁদেরকণা আপন ছন্দে।
মেয়েটি হেঁটে এলো এক আদিম জংলী ফুল হয়ে যার এলোচুলের আড়াল বুকের নো-ম্যানস ল্যান্ডকে আরো দৃশ্যমান করছিল থেকে থেকে।
বাঁশঝাড় আর চাঁদ সেদিন আর জন্মে পুরুষ হবার প্রার্থনায় কাটিয়েছিল বিনিদ্র রজনী।।
#নিষিদ্ধ_উপত্যকা
★★★
ঈশ্বর সর্বাগ্রে মানুষ বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং মানুষের সুন্দর জীবনযাপনের নির্দেশিকা হিসেবে ধর্মকে মানুষের পিছনে রেখেছেন।
কিছু মানুষ নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ধর্মকে সামনে নিয়ে এসে মানুষকে পিছনে ফেলে দেয়!
এই পৃথিবীতে যত মসজিদ-মন্দির-গীর্জা বা যে কোনো ধরণের উপাসনালয়ের প্রতি আমার নিরন্তর একই ভালবাসা, কারণ আমি জানি মানুষ সেখানে ভিন্ন ভিন্ন নামে ডাকলেও একই ঈশ্বরের উপাসনা-ই করে।
#একজনই_তিনি
★★★★
-রিমোট কন্ট্রোল আনতে বলেছিলাম, আনোনি.. একুরিয়ামের মাছের খাবার, তা ও?
উইকেন্ডে সে বাসায় এলে, মেকুরাণীর এগুলো রোমান্স পূর্ববর্তী অনুঘটক হিসেবে কাজ করে, দুই মেয়ের তীক্ষ্ণ চাহনির সামনে নিজেকে আড়াল করার অপচেষ্টা?
রায়হান জানে বলেই মিলির অফুরন্ত লিস্টের বেশীরভাগ জিনিস-ই ইচ্ছে করে ফেলে রেখে আসে, জীবনে এখন রোমান্স ছাড়া আর আছেই বা কি?
#রোমান্স
★★★★★
একদিকে নিজের বাবা-মা, অন্যদিকে রুপার আব্বা-আম্মা আর মাঝখানে রাসেল, সম্পর্কের শুরুর দিকে চলেছিল টানাপোড়েন।
মাঝখানে পথ গেলো বেঁকে, ক্রমশঃ নির্জণ একটি একমুখী রাস্তায় সময়ের সাথে সাথে সন্তরণ আর সামনে এগিয়ে যাওয়া।
ডেড-এণ্ডে পৌঁছে দেখা গেল যে কোথায়ও নেই কেউ, সোজা রাস্তাটির পথই খুঁজে পেলো না শেষে।।
#মাঝখানেতে_পথ_গিয়েছে_বেঁকে
★★★★★★
পুরনো ভারী কাঠের সেক্রেটারিয়েট টেবিলের উপরে পুরু কাঁচ দেয়া, কবিতার বইটি পাশের খোলা ডায়েরিটি নিয়ে নির্বাক পড়ে আছে।
কত শত সহস্র কথার ফুলঝুরি রয়েছে এর পাতায় পাতায়!
বইটি বন্ধ করার আগে লাল রিবনটি দিয়ে মার্ক করে রাখতে ভুললো না সে অর্ধেক পড়া প্রিয় কবিতাটি, জীবনও আসলে অর্ধেক পড়া প্রিয় কবিতার মত।।
#জীবন_প্রিয়_কবিতার_অর্ধাংশ
দারুন লাগলো ।
ধন্যবাদ স্যার।

আমার ব্লগ বাড়িতে পদার্পণের শুভেচ্ছা গ্রহন করুন।
ভাল
ধন্যবাদ দাদা ভাই।
মানুষ ভিন্ন ভিন্ন নামে ডাকলেও একই ঈশ্বরের উপাসনা-ই করে।
___ সর্বৈব সত্য উচ্চারণ মি. মামুন।
এমনই বিশ্বাস করি আমি। সেভাবেই চলার চেষ্টা এখনো আমার।

ধন্যবাদ প্রিয় ভাইয়া।
খুব ভালো লাগলো
ধন্যবাদ প্রিয় সাহারাজ।
ছয়টি পৃথিবী যেন ঘুরে এলাম!
সবার রয়েছে নিজস্ব পৃথিবী;
আমি পরবাসী তবু প্রেম খুঁজি
তোমাদের শ্বাসে অমর হলাম!
শুভেচ্ছা সেই সাথে শুভ সকাল মিতা।
হ্যা, কেউ কেউ ঘুরে আসার সক্ষমতা আগেই অর্জন করেছেন, আপনি তাদের অন্যতম প্রিয় মিতা!
শুভ সকাল।
