স্পর্শ

স্পর্শ চাও? দিতে পারি, জীবনের; জটিলতার
সুখম স্পর্শের আগুনে পোড়াতে পারি তাবৎ ব্যাধি
যদি হীরে খুঁজে থাকো, কাঁচকাটা
এনে দিতে পারি রহস্যভারী সিন্দুক
আর একটা দো’নলা বন্দুক —

আসলে কতটুকু ছুঁলে স্পর্শকে ছোঁয়া যায়?
অনেক নাম তো আছে দেয়া
শরীর বা মন কোনটা ঠিক কতটুকু যৌক্তিক?
অনেক চোখের আড়ালে বা জনসমুদ্রে
শিশিরের মতো কিংবা পাহাড়ী চাপের অস্থির স্পর্শ?

ছুঁয়ে দিতে পারি যাবতীয় অহংকার
দুলিয়ে দিতে পারি আলতো হাতে সকল ভার
যেখানে ফেলবে পা, ফুটিয়ে তুলতে পারি সকালের ফুল
যে পরশের আশা রাখো মনে সবটুকুই দেয়া যায়
শুধু ভাবো, কতটুকু ছোঁয়ায় ঠিক কোন স্পর্শটা পেতে চাও!

21 thoughts on “স্পর্শ

  1. শুধু ভাবো, কতটুকু ছোঁয়ায় ঠিক কোন স্পর্শটা পেতে চাও! কী সহজ করেই না প্রশ্নটি রেখেছেন কবি তুবা দি !! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

  2. যে পরশের আশা রাখো মনে সবটুকুই দেয়া যায়
    শুধু ভাবো, কতটুকু ছোঁয়ায় ঠিক কোন স্পর্শটা পেতে চাও!

    ___ অসাধারণ পঙ্কতিমালা। অভিনন্দন প্রিয় কবিবন্ধু তুবা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. এমন কবিতাকে পাঁচটি তারা উপহার দিতে কোন আপত্তি নাই। :)

    1. দিয়েছেন দেখে খুশি হলাম কবি সৌমিত্র চক্রবর্তী। :)

  4. আসলে কতটুকু ছুঁলে স্পর্শকে ছোঁয়া যায়?https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  5. প্রতিদিন শব্দনীড়ে আসি ইদানিং। আপনার পুরোনো লিখা গুলোন পড়ি। :)

  6. মনোমুগ্ধকর একটা কবিতা পড়লাম। শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয় কবি শাকিলা তুবা দিদি। 

  7. অনবদ্য! মন ভরে কাব্য সুখ নিলাম!

    "যেখানে ফেলবে পা, ফুটিয়ে তুলতে পারি সকালের ফুল
    যে পরশের আশা রাখো মনে সবটুকুই দেয়া যায়
    শুধু ভাবো, কতটুকু ছোঁয়ায় ঠিক কোন স্পর্শটা পেতে চাও"!

    -দারুণ ব্যঞ্জনাময়!

  8. ভালো ছিলো।খুব আবেগময়। হৃদয়ে হৃদস্পন্দন কর্ণকুহরের চাপে অনুভব করবো তোমার বক্ষপটে।

মন্তব্য প্রধান বন্ধ আছে।