তোমার সাথে কথা হলে
তোমার সাথে কথা হলে
শুশ্রূষা পায় আমার যতো বেদনা সব।
আবার আমি বাঁচতে শিখি
যেমন করে বেঁচে ওঠে বনের পাখি।
নতুন করে হাঁটতে শিখি
অমসৃণ আর উঁচু-নিচু সড়ক পথে।
কথাগুলো বলতে শিখি
গুছিয়ে আর মায়ার শব্দে মাখিয়ে দিয়ে।
যে নদীতে বইতো না আর স্রোতের ধারা
তোমার সাথে কথা হলে;
সেই নদীটা স্রোতজ হয়, জোয়ার ডাকে
কসম কথার সত্যি বলছি!
তোমার সাথে কথা হলে ব্যাকুল থাকি
কথার পিঠে কথাগুলো সাজিয়ে দিয়ে
তর্জনী ছুঁই; মধ্যমা আর অনামিকাও;
ইচ্ছে করে দেই ছুঁয়ে দেই
তোমার যতো নরম কোমল, শুভ্র তনু।
তোমার সাথে কথা হলে
সান্ত্বনারি প্রলেপ লাগে; বুকের ক্ষতে।
দুঃসময়েও সুখদ স্বপ্নে বিভোর থাকি।
অসাধরণ মানের কবিতা নিঃসন্দেহে প্রিয় কবি সুমন আহমেদ দা।
ধন্যবাদ কবি রিয়া রিয়া।
অনবদ্য এবং ভীষণ পরিমার্জিত লিখা। এমন লিখা পাঠকের নিশ্চয়ই ভালো লাগবে। অভিনন্দন মি. সুমন আহমেদ। অনেকদিন পর আপনার লিখা পড়লাম। শুভ দিন।
অশেষ কৃতজ্ঞতা আজাদ ভাই মুরুব্বী ভাই।
শব্দ গুলো প্রয়োজন মাফিক ব্যবহার করা হয়েছে। অসাধারণ।
ধন্যবাদ কবি শাকিলা তুবা।
ওয়াও সুমন দা। কবিতায় প্রাণ ছুঁয়ে দিলেন।
আনন্দিত হলাম কবি সৌমিত্র দা।
মন ভালো হয়ে যাবার মত কবিতা,,, শুভেচ্ছা জানবেন,,,
ধন্যবাদ কবি সুজন হোসাইন ভাই।
বেশ লাগলো। শুভেচ্ছা।
আপনাকে ধন্যবাদ।
বেশ রোমান্টিক ভাবনা ছুয়ে গেলো কবি দা
অনেক শুভ কামনা জানাই————
শুভেচ্ছা কবি আলমগীর ভাই।