আমার দীর্ঘ ঘুম ভেঙ্গে মনে হল
আরামেই ছিলাম বেশ
আশেপাশে নারী ও পুরুষ কণ্ঠ
উপরে চোখ ধাঁধানো বিকট আলো
আমি অপারেশন থিয়েটারের টেবিলে !
সার্জন মুখ বাড়িয়ে বলল ‘সাকসেসফুল’।
চমকিত উৎফুল্ল মন চা খেতে চাইছে বড্ড ।
পুরুষ মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে নিয়ত
গুছিয়ে রাখে ২০ , ৫০ হাজার বা দুইলাখ
ঘোচাতে জঙ্গির নাম পুলিশের খাতা থেকে
নারী হলে বিপদ একদম নয় কম
শিক্ষক ,আত্মীয় , ফেসবুকের বন্ধু এবং পুলিশ
করবে ধর্ষণ ক্যামেরা লাগিয়ে ইচ্ছেমাফিক ।
বড্ড বিপর্যস্ত জীবন ছিল আমার
ব্যাচেলর পুরুষ হওয়ার অপরাধে
এতো টাকা কোথায় পাব বেকার আমি
তাই অপারেশন টেবিলে শুয়ে বিপদ কাটিয়ে
কোমর দুলিয়ে ওষ্ঠে রঞ্জনী চোখে কাজল গাল ভরা পান
হয়ে যাই তৃতীয় লিঙ্গের জীব ঠাস ঠাস করে দুহাতে তালি
হেঁড়ে গলায় গাই হিন্দি বাংলা গান
কি ভীষণ নিরাপদ জীবন জানে শুধু পান্থজন ।।
জীবন তবুওকি নিরাপদ কবি ? শুভেচ্ছা নিয়ত কবি !
ঈদ উত্তর শুভেচ্ছা মি. শাহ আজিজ। কবিতার জন্য ধন্যবাদ। কেমন ছিলেন !!