ধ্বনাত্মক সবটাই

ধ্বনাত্মক সবটাই

পাগলাঘন্টি খুঁজছে আয়নার পারা,
গুটিবসন্তের ছাপ ছাপ নির্যাস
আটকে গেছে সুরভি
নিঃশ্বাস খুলে দাও।

মুখ দেখছ, ত্বক দেখছ, আরো কত
প্রত্যাশিত বাঁকে জুটেছে অটিজম
শালপাতায় আর কিছু নেই
থেরাপী দিয়ে যাও।

বৃক্ষের পথ ধরে আরো অচেনা হেঁটে যাই
দুঃখ সারি শিষ নিয়ে জানান দেয়,
আমরা সঞ্চিত হচ্ছি;
আমরা উৎসমুখ চিনি।

আমি তো জেনেছি শূন্য থেকেই সৃষ্টি হয়
শেষ বিকেলের চাপা হাসি নিয়ে
শূন্যের পাশে যোগ হয়ে যাও তুমি
আয়নীকরণ হচ্ছে বিক্রিয়াজাত শক্তির প্রেম।

3 thoughts on “ধ্বনাত্মক সবটাই

  1. গতানুগতিকের বাইরে আপনার এমন প্রয়াস সত্যই অতুলনীয়।
    শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় কবিবন্ধু তুবা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. আয়নীকরণ হচ্ছে বিক্রিয়াজাত শক্তির প্রেম।
    //ভালো লাগলো কবি !

মন্তব্য প্রধান বন্ধ আছে।