সাহিত্য আড্ডা-৩


যেতে যেতে পথে হল দেরী

সাহিত্য আড্ডা‘র প্রথম দুইটা পোষ্টে এমন সাড়া পাবো এটা আমি কখনো ভাবিনি। নাম যদিও সাহিত্য আড্ডা কিন্তু এখানে আমরা ততোটা সাহিত্য বিষয়ক গুরুগম্ভীর আলোচনা করছি না। অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে সাহিত্য আড্ডা নামকরন কি ঠিক হল ? আসলে আমার মনে হয় আমাদের সম্পূর্ণ জীবনটাই সাহিত্য । জীবনের সাথে সম্পৃক্ত সকল বিষয়ই সাহিত্যের উপকরন। শব্দনীড়ে তো সবাই অনেক গুরুগম্ভীর লেখা প্রকাশ করেন । কিন্তু মন্তব্যের ঘরে দেখি আড্ডাটা ঠিক জমে উঠছে না । কবিতা পড়তে পড়তে যখন মাথা ঝিম ধরে যায় তখন এই আড্ডায় যদি আমরা একটু প্রিয় কিছু গান শুনে নেই তবে কেমন হয় ? অথবা কবিতা আবৃত্তি ? অথবা যে কোন কিছু ? যে কোন কিছু, যা আমাদের নিজস্ব সাহিত্য রচনা নয় কিন্তু আমরা পড়তে বা শুনতে ভালোবাসি ?

তবে আপনারা চাইলে আমরা এখানে মৌলিক বাংলা সাহিত্য নিয়ে গঠনমূলক, বস্তুনিষ্ঠ ও বিশ্লেষণধর্মী আলোচনাও করতে পারি । সাহিত্য আড্ডা নামটা ঠিক রেখে এর ক্রম অনুসারে আপনিও আপনার মত করে আড্ডার আহ্বান জানাতে পারেন । অথবা আপনার মত করে অন্য কোন শিরনামে। অন্যের আড্ডায় সাড়া দিতে পারেন মন্তব্য করে। আর যদি এর কোনটাই আপনার ভালো না লাগে তবে শুধু দেখে যান, পড়ে যান, শুনে যান । তবুও সাথে থাকুন।

আমার বিশ্বাস এক সময় আপনারও ভালো লাগবে । লাগুক না ! একটু ভালো লাগলে দোষ কি ? ক্ষতি তো নাই তাতে কোন !

আপনাদের জন্য আমার আজকের নিবেদন সন্দীপন-এর কণ্ঠে বর্ষা দিনের গান যেতে যেতে পথে হল দেরী

www.youtube.com/watch?v=99awnc0IgfQ

যেতে যেতে পথে হল দেরী
তাইতো পারিনি যেতে পারিনি
যেতে পারিনি -যেতে পারিনি
ভুল বুঝে তুমি চলে গেছ দূরে
ক্ষমা পাব আশা ছাড়িনি
আশা ছাড়িনি
আশা ছাড়িনি -আশা ছাড়িনি
যেতে যেতে পথে হল দেরী
তাইতো

আকাশ ভেঙে তখন
বৃষ্টি নেমেছিল
পায়ে যে পথ থেমে ছিল
থেমে ছিল -থেমে ছিল
আমি গিয়ে দেখি তুমি নেই একী
হার মেনে তবু হারিনি
হারিনি
যেতে যেতে পথে হল দেরী
তাইতো পারিনি যেতে পারিনি
যেতে পারিনি -যেতে পারিনি
যেতে যেতে পথে হল দেরী
তাইতো

চলে যে গেছ তুমি
আসিনি আমি দেখে
দাড়িয়ে থেকে থেকে ওগো
চলে গেছ -চলে গেছ
বুকে কাঁটা লয়ে
ব্যথা তবু সয়ে
মুখ থেকে হাসি করিনি করিনি
যেতে যেতে পথে হল দেরী
তাইতো পারিনি যেতে পারিনি
যেতে পারিনি -যেতে পারিনি
যেতে যেতে পথে হল দেরী
তাইতো

আনিসুর রহমান সম্পর্কে

এই যে আমি, এই আমার কি সত্যিই কোন অস্তিত্ব আছে ? বোধ করি অস্তিত্ব এবং অস্তিত্বহীনতার এ প্রশ্ন প্রমান নির্ভর নয় । কেননা অতিশয় নগন্য এ অস্তিত্ব উপেক্ষণীয় এই সুবিশাল কর্মযজ্ঞে । কিন্তু সেই মহা শক্তিতে একাত্ব এই সকল কিছুই সর্বদা বিরাজমান । বর্তমান অবস্হান ক্ষনিকের রুপান্তরিত অবস্থা মাত্র । অস্তিত্ববান সকল কিছুই দৃশ্যমান নয় । তবুও অস্তিত্বই চিরন্তন। অন্যথায় অস্তিত্ব হীনতা থেকে অস্তিত্বের সৃষ্টি সম্ভব কি ? অসীম অসংজ্ঞায়িত ∞

5 thoughts on “সাহিত্য আড্ডা-৩

  1. যথেষ্ঠ অ্যাট্রাক্টিভ ইন্ট্রোডাকশন হয়েছে।
    সাহিত্য আড্ডার যদি কোনটাই আপনার ভালো না লাগে
    তবে শুধু দেখে যান, পড়ে যান, শুনে যান। তবুও সাথে থাকুন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    youtu.be/GuK6mpPNqJs

    There sunshine on the mountains
    And a breath that calls to me
    There is a heart that beats forever
    It says call me free.

    খোল দ্বার বঁধুয়া, রয়েছে সে দাঁড়ায়ে,
    দেখো পরান উছলি যায়, রয়েছে সে দাঁড়ায়ে।
    আজ দখিন হওয়ার সাথে, সে হৃদয়ে নাচিয়া যায়,
    আজ বঁধুয়ার আঁখি পাতে, কোন স্বপন এলো হায়।

    I know not where I wonder
    Your light shines true for me
    You hold my hand for darkness
    And say come be free

    পিউ পিউ পিউ কাহা, পিউ কাহা বলে যায়,
    ঐ মনেরই বাঁধনে অনেক যতনে, রেখেছি ধরিয়া তারে।
    স্বপন ঘোরে ছুঁয়িয়া মোরে,
    বাঁধিবে মায়ারো ডোরে, বাঁধিবে মায়ারো ডোরে।

    খোল দ্বার বঁধুয়া, রয়েছে সে দাঁড়ায়ে,
    দেখো পরান উছলি যায়, রয়েছে সে দাঁড়ায়ে।
    আজ দখিন হওয়ার সাথে, সে হৃদয়ে নাচিয়া যায়,
    আজ বঁধুয়ার আঁখি পাতে, কোন স্বপন এলো হায়।
    ________________________________

    চলচ্চিত্র : ব্যোমকেশ পর্ব
    সঙ্গীত পরিচালনা : বিক্রম ঘোষ
    গীতিকার : সুতপা বসু
    শিল্পী : ইমন চক্রবর্তী, অনিতা বসু মল্লিক

    1. ধন্যবাদ স্যার অনুপ্রাণিত করার জন্য এবং সেই সাথে অসাধারণ একটি গান আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার দেওয়া গানটি আমি আজই প্রথম বার শুনলাম। সত্যিই মুগ্ধ আপনার পছন্দে !
      আমার দেয়া গানটি কেমন লেগেছে কষ্ট করে যদি বলতেন ;

    2. স্যার আপনার বাংলা ভার্সনের এই গানটি হিন্দি সুর থেকে বাংলায় রিমেক।
      আমার খুবই প্রিয় সুর এবং বাণী। :) তবে বাণীতে কিছুটা অমিল রয়েছে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Razz.gif.gif

      youtu.be/0fmAz4rvLGs

      youtu.be/8-HnmVg0-O8

      *অরিজিনাল।

      1. অরিজিনাল সুরের গানটির জন্য ধন্যবাদ স্যার । এই গান তো বহুত পুরনো দিনের গান । সন্দীপন-এর গান্তা শোনার আগে এটা বহুবার শুনেছি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।