ভেজা সন্ধ্যা
হাতে হাত রেখে
দীর্ঘস্থায়ী সম্পর্কে
হাঁটার প্রস্তুতি সম্পন্ন হলে
দূরের সংগীত
ধীরে ধীরে বোধগম্য হতে থাকে
বাতাসের ধাক্কায় শিরিষ পাতাগুলো
তিরতির কাঁপতে থাকলে
আমি ভাবি
কাটানো যাবে
একটা লঘুকরণ সন্ধ্যা
শেষ স্টপের এখনও ঢের বাকি
সূর্য তার গেরুয়া বসন সদ্য খুলেছে
ফুলের পাপড়িরা খুলেছে
নির্ভাবনার খোঁপা
সন্ধ্যার প্রাক্কালে হঠাৎ বিস্ময়াবিষ্ট বৃষ্টি
তুমি বললে— এসো ভিজি
বললাম— আমি তো ভিজেই আছি…
শুভেচ্ছা প্রিয় কবি প্রিয় মকসুদ ভাই।
তুমি বললে— এসো ভিজি
বললাম— আমি তো ভিজেই আছি…