নিছক বিজ্ঞাপণ

নিছক বিজ্ঞাপণ

রাঁধুনী চলে গেছে, হে প্রেমিক আমার
তুমি এসো, শুধু দু’মুঠো ফুটিয়ে দিও চাল
আনাজপাতি আমি বেশ গুছিয়ে নিতে পারব
যে টিপ দেখে তুমি আপ্লুত হও
ওটা সজনে পাতার শুকনো মর্মকথা
তুমি বরং সজনে ডাঁটা আর সর্ষেগুলো ভাঁপ দিয়ে দিও।

ইশকুল ফেরত তিন শিশুর জন্যে একটু পুডিং হলেই চলবে
কর্তা খুব বেশী খান না
বিফ স্টেক আর এক বাটি চিকেন স্যুপ,
রাতে আমার মিষ্টান্ন বোলে পায়েস দিতে পার
বিকেলের মেহমানরা না হয় চটপটি খেয়ে নেবে
পিৎজা বা সিঙ্গারা বানাবার ঝামেলা তোমাকে দেব না।

আর কিচ্ছু চাইনা, জানো তো
আমার জন্যে শুধু তুমি থেকো
সজনে ডাঁটায় ভাত মাখিয়ে তোমার মুখে তুলে দেব
আমার রাঁধুনি হলে প্রেমিক তোমার ঠোঁটে চুমু খাব।

2 thoughts on “নিছক বিজ্ঞাপণ

  1. জীবনের ছোঁয়া। স্বাগতম প্রিয় কবিবন্ধু তুবা। জানবো ভালো আছেন। :)

  2. দিদি ভাই। আপনার লেখা গুলো আমি খুউব মনযোগ দিয়ে পড়ি। মুগ্ধ হই।

মন্তব্য প্রধান বন্ধ আছে।