মিথ্যে মার্চের রূপকথা
যে মার্চ চলে গেলে সাইবেরিয়ান পরিযায়ী ডানা মেলে
পেছনে পড়ে থাকে শুকনো পুরীষ আর ঝরা পাতায়
ঢেকে যাওয়া স্মৃতিমেদুর বাসি বেলফুলের
মালা জড়ানো রেড লাইট রাস্তা,
যে মার্চের ডানায় শুধুই অবহেলা আর বিস্মৃতির জলীয় দাগ
সেই মার্চের শাদা কাফন্ আমার সারা গায়ে
মাথায় আপাদমস্তক ঢেকে রেখেছে নটি নদীর নাটুকে
মিথ্যে রূপকথার উপাখ্যান।
প্রিয় কবি সৌমিত্রের এই লিখাটি অন্যান্য লিখার থেকে মেজাজ অর্থে অনেকটাই অনন্য মনে হলো। লিখায় ভাবনা প্রকাশের সাবলীল ধারা পাঠককে মুগ্ধ করবে।