নঞর্থক
ব্যথিত হবো?
শোকে ম্লান হবো?
মেনে নেবো? মেনে নেবো?
মাথা নুয়ে দেবো?
শিখে নেবো? শিখে যাবো?
কদর্য পাঠ! চাটুকরী ভাষা!
তার চেয়ে ভাল
বেশ্যার কোমর আর
শিশ্ন আঁকড়ে বাঁচা!
নঞর্থক
ব্যথিত হবো?
শোকে ম্লান হবো?
মেনে নেবো? মেনে নেবো?
মাথা নুয়ে দেবো?
শিখে নেবো? শিখে যাবো?
কদর্য পাঠ! চাটুকরী ভাষা!
তার চেয়ে ভাল
বেশ্যার কোমর আর
শিশ্ন আঁকড়ে বাঁচা!
মন্তব্য প্রধান বন্ধ আছে।
অসাধারণ কবি সুমন আহমেদ ভাই।
ধন্যবাদ কবি শাকিলা তুবা।
নাহ্ এবার আপনার কাছে আমার দীক্ষা নিতেই হবে সুমন ভাই। ভালোবাসা।
লজ্জায় ফেলবেন না কবি সৌমিত্র চক্রবর্তী দা।
ইউনিক সুমন আহমেদ দা।
ধন্যবাদ কবি রিয়া রিয়া।
এমন কবিতাকে আমরা স্লিম কবিতা বলতে পারি।
ঠিক বলেছেন স্যার প্রিয় আজাদ ভাই।
দারুণ সুমন আহমেদ ভাই।
ধন্যবাদ কবি সাজিয়া আফরিন।
অসাধারণ বরাবরের মতই। অনেক শুভেচ্ছা রইলো।
ধন্যবাদ সাইদুর রহমান ভাই।
অসাধারণ শব্দমালা …. ভালো লাগলো ।
খুশি হলাম সাবু ভাই। ধন্যবাদ।