ক্ষমা
হয়তো পাখায় পাখায় লেগে তার জেগে থাকো তুমি
সারারাত, মৃত্যুকে ওভাবে পরখ করতে নেই
জেনেও তুমি কাঁদো বা কাঁদাও
বুকের ভেতর ষড়জ ল্যাবিরিন্থ
বসে গেছে সত্যসম বাইবেল এক
দলছাড়া পাখীদের সাথে তবু দলে দলে তুমি
জেগে থাকো বাকবাকুম রাতে, জেগে জেগে একা।
তোমার দহন হরণ করে আশ্চর্য এক সন্ধ্যাবাতি
জেগে ওঠে দূরে, চাও বা না চাও
ক্ষমা দিয়ে যায় চুপিসারে।
জেনেও তুমি কাঁদো বা কাঁদাও
বুকের ভেতর ষড়জ ল্যাবিরিন্থ
বসে গেছে সত্যসম বাইবেল এক।
মুগ্ধ হলাম কবি শাকিলা তুবা। ক্ষমা সুন্দর।
তোমার দহন হরণ করে আশ্চর্য এক সন্ধ্যাবাতি
জেগে ওঠে দূরে, চাও বা না চাও
ক্ষমা দিয়ে যায় চুপিসারে।
ধন্যবাদ প্রিয় বন্ধু আজাদ ভাই।
মুগ্ধতা রাখলাম প্রিয় কবি দিদি ভাই।
ধন্যবাদ কবি রিয়া রিয়া।
অসাধারণ কবি বোন শাকিলা তুবা।
ধন্যবাদ কবি সৌমিত্র চক্রবর্তী।
বেশ ভাবনাময় কবি আপু
পড়েছেন জন্য খুশি হয়েছি আলমগীর ভাই।
শুভেচ্ছা রেখে যাচ্ছি কবি আপা।
ধন্যবাদ ভাই।
চমৎকার লিখেছেন।
শুভেচ্ছা জানবেন প্রিয় কবি
ধন্যবাদ ভাই।