আকাশ ছোঁয়াও মেঘের ওপার থেকে

1-12

পুষ্প চয়নকালে ওভাবে কেন মেলে দিলে
পাঁপড়ি; সুনয়ন, সুলোচনা?
দৃষ্টি থেকে বয়ে গেল জোর বাতাস
তপ্ত কেমন, কেমন আধবোজা
অমন ঠোঁটের কাছে জীবন নির্বাস দেয়া যাক
নাকি ওই চোখের সামনে পৃথিবীও তুচ্ছ!

এমনি করে হবে একা যে দিনগুলোতে
ডেকো ঝড়, উতল তুফান
অযথা যুদ্ধে হয়ো পরাজিত
সবশেষে ক্লান্ত পৃথিবীতে
প্রোথিত হবে শান্তির ব্রজবীজ
হোক সেটা প্রেম অথবা প্রেমহীনতার।

3 thoughts on “আকাশ ছোঁয়াও মেঘের ওপার থেকে

  1. যুদ্ধে হয়ো পরাজিত
    সবশেষে ক্লান্ত পৃথিবীতে
    প্রোথিত হবে শান্তির ব্রজবীজ
    হোক সেটা প্রেম অথবা প্রেমহীনতার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. অতি হৃদয়ছোঁয়া শব্দ চয়ণ।

    মুগ্ধতা রইল অশেষ।

    আন্তরিক শুভেচ্ছা জানবেন সতত।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।