কবিতা

2951

জীবন আর মৃত্যুর মাঝখানে
ঝুলে আছি হসন্ত, দাঁড়ি-কমা না।
হয়নি করা জীবনের লেনাদেনা,
ওপারের জীবন সেও অচেনা।

আঁজলায় জল নিতে গেলে,
গলে পড়ে আঙুলের ফাঁকতালে।
মেঠো বাউলের একতারা হলে,
ঘরের মায়া পিছু টান ফেলে।

মুহূর্ত গুলো ঠিকই যায় চলে,
জীবন্ত বেঁচে আছি নাকি আমি
বেঁচে আছি মৃতদের মিছিলে?
এতোসব হিসাব নিলে কি আর
বহতা জীবনের অংক মেলে?

2 thoughts on “কবিতা

  1. সুন্দর লিখা নিঃসন্দেহে।
    বেশ অনেককাল পর আপনার কোন লিখা উঠে এসেছে শব্দনীড় পাতায়। বেশ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।