এই যে আরও একটা দিন শেষ হয়ে গেল
প্রায় রাত নেমে গেছে
চারদিকে অন্ধকার ছেয়ে গেছে।
কোথাও কোথাও পাখিরা ফিরছে নীড়ে
কোথাও পথিক হেঁটে যায় দূরের পথে সন্ধ্যা নামার মুখে
সমস্ত দিনের ধুলোমাখা ক্লান্তি বুকে জমিয়ে।
বৃষ্টি হোক কিংবা শিলাবৃষ্টি হোক
তুষারপাত হোক কিংবা ঝড় হোক
আমি বসে থাকি বারান্দায়, একা বসে থাকি বারান্দায়।
হয়তো তুমি আসবে
এক আকাশ জোৎস্নায় পূর্ণিমার চাঁদ নিয়ে।
আমি বসে থাকি বারান্দায়, একা বসে থাকি বারান্দায়।
হয়তো তুমি আসবে
এক আকাশ জোৎস্নায় পূর্ণিমার চাঁদ নিয়ে।
জীবনটাই যেন অপেক্ষার সমাহার!
শুভ কামনা জানবেন সতত!