নই তো প্রস্তরখণ্ড, কাঠ কয়লা কিংবা ধূলিকণা
নই তো কোন জীবাশ্ম বা হাসপাতালের বিছানায়
কোমায় যাওয়া কোন জীবন্মৃত।
নই তো প্রদীপের সলতে,
তেল আর আগুন ব্যাতিরেকে
যার নেই কোন কার্যকারিতা।
নই তো সফেদ সুনীল আকাশ,
যার নেই নিজস্ব কোন অনুভূতি
হয়তো তাকে নিয়ে লেখা যায় কবিতা,
দেখা যায় স্বপ্ন।
নই তো বিস্তৃর্ণ সাগরের উত্তাল ঊর্মিমালা,
যাকে সাক্ষী রেখে
পৌছানো যায় স্বপ্নের কোন দেশে।
নই তো কাদামাটির কোন প্রতিমা
আনন্দে হই উথলিত, কষ্টে ব্যথিত।
আমারও আছে অনুভূতি, যেমন লজ্জাবতী লতা।
17 thoughts on “প্রদীপের সলতে, তেল আর আগুন ব্যাতিরেকে”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
এমন একটি পোস্টের মর্যাদায় হয়তো ভালো কবিতা হয়েছে যদি বলি; তাতে আপনার আপত্তি দেখতে পাবো। কবি সম্বোধন করলে হয়তো অস্বীকার করবেন। তারপরও বলি ভালো লিখেছেন।
হাহাহা,
অশেষ ধন্যবাদ মন্তব্যের জ।
নই তো কাদামাটির কোন প্রতিমা
আনন্দে হই উথলিত, কষ্টে ব্যথিত।
আমারও আছে অনুভূতি, যেমন লজ্জাবতী লতা।
নিজের মধ্যে আসাধারণ একটি গুণ এই উপলব্ধি। অভিনন্দন ভাইজান।
কৃতজ্ঞতা ও ধন্যবাদ আপনাকে।।
আপনার কবিতার শব্দ আর প্যাটার্ন আমার কাছে দারুণ লাগে ভাই। শুভেচ্ছা।
জেনে খুশি হলাম। আপনার জন্যও রইল শুভ কামনা।
ভালোবাসা কবি !! থুক্কু অকবি শ্রী জামান আরশাদ ভাই।
হাহাহা, আপনার প্রতিও রইল অফুরান ভালোবাসা।
সালাম ও শ্রদ্ধা গ্রহন করুন স্যার। মর্মস্পর্শী লিখা … ভাল থাকুন। শুভ কামনা
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি (
) দা। 
আপনার জন্যও রইল শুভ কামনা।
ধন্যবাদ, তবে দু একটি শব্দ লিখলে আরো খুশি হতাম।
ধন্যবাদ
সুন্দর লিখেছেন ভাই।
অশেষ ধন্যবাদ।