কাঁচের সম্পর্ক
– যাযাবর জীবন
তুলোর মত কিছু সম্পর্ক
তোমরা শীশা ভাব,
উড়ে গেলে দুঃখ পাও
ভেঙ্গে গেলে কাঁদ;
কাঁচের সম্পর্ক ভেঙ্গে যায় খুব সহজেই
ভেঙ্গে যায় মোহ
বালুঘর আঁকড়ে থাকে বোকারা
ভাঙ্গা সম্পর্ক আঁকড়ে থাকে কেহ কেহ;
জীবন কারো কাছে নিম নিম
ভালোবাসা কারো কারো কাছে মোহ
কাঁচের ঘর ভাঙবে জেনেও
দর্পণ আঁকড়ে থাকে বোকা কেহ;
সিমেন্টের প্রলেপে ঘর বাঁধে কেও কেও
ভেতরে ঝুরঝুর স্বার্থ বালু ঠাঁসা
বালুতে কি আর আঠা ধরে?
স্বার্থের সাথে সম্পর্ক খেলে সেথা পাশা;
সম্পর্ক তুলোর মত
তোমরা শীশা ভাব,
উড়ে গেলে দুঃখ পাও
ভেঙ্গে গেলে কাঁদ।
সম্পর্ক তুলোর মত
তোমরা শীশা ভাব,
উড়ে গেলে দুঃখ পাও
ভেঙ্গে গেলে কাঁদ।
অসাধারণ এই ফিনিশিং। তবে যদিও আপনার পরিপক্ক লেখায় আমি মুগ্ধ হই বারবার কিন্তু এই লেখাটি কোথায় যেন হোচট খেয়েছি।
কোথায় হোঁচট খেলেন কবি? একটু বুঝিয়ে বললে সুবিধা হয়।
দোয়ার আশায় সবসময়। ভালো থাকুন, সুস্থ থাকুন।
শুভকামনা।
জীবনের এমন সহজিয়া কথা গুলোন একমাত্র যাযাবরই চমৎকার বলেন।
অভিনন্দন প্রিয় কবি নির্বাসিত জীবন।
ধন্যবাদ মুরুব্বী