প্রেম-আনাড়ি

প্রেম-আনাড়ি
যাযাবর জীবন

সকাল ভিজেছিল রোদে
দুপুর মন খারাপের মেঘে
বিকেলে ঝড় উঠলো মনে
সন্ধ্যেয় কান্না বৃষ্টি
সারারাত অভিমানের অন্ধকার
শরীর শরীর ছুঁয়ে দিতেই পাখির কুজন ভোরে
সকাল ভিজে যায় রোদে;

একদিনে ষড়ঋতু তোকেই মানায়, নারী
নর, তুই বড্ড প্রেম-আনাড়ি।

1 thought on “প্রেম-আনাড়ি

মন্তব্য প্রধান বন্ধ আছে।