জল লজ্জাবতি

লজ্জাবতির লাজুক লতাপাতা শুকে গেছে-
ঝরে গেছে ঐ ভীষণ গ্রীস্ম খরায় !
কত না ঋতু চলে গেলো –হিসাব নাই
শুধু বসন্ত আসবে কবে-সেই অপেক্ষায়।

ডালপালা রেললাইনেই ঘুমায়;
হয় তো কেঁটে যাচ্ছে তীব্র যন্ত্রনায়
এ রেলগাড়ীর ধারালো চাঁকার পিষ্টায় !
সেই উষ্ণ পরশ ছোঁয়ে যাবে কবে লতাপাতায়;

নিঠুর ফাল্গুন শিশির দাও অঙ্কুর হবে
জল লজ্জাবতি শুধু ছুঁয়ে যাবো লতাপাতায়-
প্রশান্তির মহনায় ঘুমাবো বসন্ত চূড়ায়
ফুটবে জল লজ্জাবতিরায় ।

২৭/০৩/১৭
———–

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

1 thought on “জল লজ্জাবতি

  1. বাহ্। ভালো লিখেছেন প্রিয় কবি মি. সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।