অবলোকন

সূর্যটা চলে গেলো
অভিমানে সন্ধ্যা বেলা,
চাঁদটাও মুখ লুকোল
মন খারাপের মেঘের মেলা;

আমি প্রস্থান দেখি
দিনের ও সূর্যের
রাতের ও চাঁদের
আর তোর
তার
ওর;
আমার কাছে সবই ঘুরেফিরে সকাল
আর
ঘুরেফিরে ভোর।

2 thoughts on “অবলোকন

  1. একই জীবনের সাথে বারবার; পুনর্বার দ্যাখা। এই তো জীবন স্যার যাযাবর জীবন। :)

  2. প্রকৃতির বুকে সবাই বিধাতার নিয়মেই চলে যায়। ভালো লিখা। ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।