ব্যস্ততায় বটবৃক্ষ হয়েছে !
সামনে ডালপালা ভাঙ্গবে কি
জানি না?
তবে চেষ্টা করছি ঠিক বর্ষার মতো
তবুও একদিন !
মেঘবিহীন বৃষ্টি ঝরবে,
এই প্রত্যয় অপেক্ষা করছে-
সবুজ অরণ্যসমূহের মৃদুল পাতা
আর অমরণ ব্যস্ততা।
1 thought on “অমরণ ব্যস্ততা”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
অমরণ ব্যস্ততায় সবুজ অরণ্যসমূহের মৃদুল পাতা উদ্ভাসিত হোক।
শুভ সকাল মি. সরকার।