চাঁদ চাঁদ অনুভূতি

চাঁদ চাঁদ অনুভূতি

যখন মেঘ মেঘ আকাশ তখন ভেজা ভেজা মন
যখন হিমেল বাতাস তখন মন উদাস
বৃষ্টি হলেই চোখ কান্না,
এক এক দিন মনে এক এক রকম রাত নামে
কখনো কখনো জ্যোৎস্না
কখনো জোনাক
কখনো আকাশে লক্ষ তারার মেলা
কখনো অন্ধকার;

তোকে জড়িয়ে রাখা
তুই নাম দিয়েছিস কাছে আসা,
তোর ঠোঁট ছুঁয়ে ছুঁয়ে আদর
তুই নাম দিয়েছিস ভালোবাসা,
আমি তোকে ধরতে পারি
অনুভূতি কি আর ধরা যায়?
আমার অনুভূতিতে শুধুই দিন আর রাত
আলো আর আঁধার,
আচ্ছা! অনুভূতির রঙ কি?
আমি শুধু নীল চিনি;

তোর কথা মনে এলেই
কখনো মন সূর্য কখনো চাঁদ
কখনো মেঘলা কখনো জ্যোৎস্না
কখনো সাগর কখনো আকাশ;

যখন খুব বেশী তোর কথা মনে হয়
চাঁদ চাঁদ অনুভূতিতে দাগ কেটে যায় রাত।

7 thoughts on “চাঁদ চাঁদ অনুভূতি

  1. আপনার কবিতায় এক ধরণের প্রশান্তি থাকে। ভালো লাগে এমন সব কবিতা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. যখন খুব বেশী তোর কথা মনে হয়. চাঁদ চাঁদ অনুভূতিতে দাগ কেটে যায় রাত। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. যখন খুব বেশী তোর কথা মনে হয়
    চাঁদ চাঁদ অনুভূতিতে দাগ কেটে যায় রাত।

     

    * বাহ! চমৎকার পরিসমাপ্তি… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।