এলেবেলে – ৩২

পৃথিবী থেকে প্রেমের কবিতা কি উঠে গেল সব ?
পুর্ণেন্দু পত্রী’র কবিতার লাইন।
অনেক দিন বাংলা সিনেমা দেখা হয় না। সময় পেলেও দেখি না। কারণ ১০ মিনিট দেখার পর বোঝা যায় শেষ পরিণতি কি। দুপুরে একটা ছবি দেখা শুরু করলাম। রোমান হরফে লেখা বাংলার মানেই বুঝতেই পারিনি … সেখানেই কৌতূহল হলো। নামটা ছিলো tammar boyfriend.

দেখে ভাবছিলাম এটি আসলে কি হবে “তোমার বয়ফ্রেন্ড” না “তামার বয় ফ্রেন্ড”। শুরুর ৫ মিনিট পর বুঝলাম ছবিটির নাম “ঠাম্মারবয়ফ্রেন্ড”।

কাহিনী শুরু হলো বুড়ো ঠাম্মা বিয়ে করবেন এক ২৪ বছরের যুবককে …

১০ মিনিট পার হলো ঠাম্মার বিয়ের খবর শুনে শহর থেকে এসেছেন ছেলে এবং মেয়ে বউ এবং জামাই সহ সাথে একজনের ঘরে সদ্য এম এ পাস করা নাতনী…। কাহিনী শেষ আর কষ্ট করে ২ ঘন্টা সিনেমা দেখার দরকার নাই। এবার শেষের ৫ মিনিটে কি হবে আপনি চোখ বন্ধ করেই বলে দিতে পারবেন। এই হচ্ছে বাংলা সিনেমা। নাটকও তাই।

পুর্ণেন্দু পত্রী’র কবিতার লাইন দিয়ে লেখাটা শুরু করেছিলাম, কবি বেঁচে থাকলে হয়তো লিখতেন …।
“প্রেম আর পরকীয়া ছাড়া আর কি আর কিছু নেই”।

আমার তিন মামার এক মামা ছিলেন “অঞ্জু ঘোষ” এর ফ্যান। আমাদের সেই ছেলেবেলায় যখন রাজ্জাক শাবানা সুপার হিট তখন এফ, কবীর চৌধুরী পরিচালিত ‘সওদাগর’ ছবির মাধ্যমে চলচিত্র জগতে আলোড়ন তুলেছিলেন “অঞ্জু ঘোষ”। অঞ্জু ঘোষ এর ফ্যান বলেই মামাকে আমরা খুব খেপাতাম। মামা বলতেন “তোদের শাবানা তো নাচতেও জানে না।”

মামার কথাটা আসলেই ঠিক অঞ্জু ঘোষ যে ভালো নাচতে পারতেন তাঁর প্রমাণ মিলে অঞ্জু ঘোষের সর্বাধিক জনপ্রিয় ছবি “বেদের মেয়ে জ্যোৎস্না” তে। উল্লেখ্য নায়ক রাজের সাথে ও একতা ছবিতে উনাকে দেখেছিলাম ছবিটির নাম “বড় ভালো লোক ছিলো”।

নাচতে জানা এবং নাচাতে জানা দুটোই আর্ট !

মিতা সম্পর্কে

দিন ফেলে রাতে দৌড়াই; রাত ফেলে দিনে। শরীর ফেলে মনে দৌড়াই; মন ফেলে শরীরে।সব পাই,আবার কিছুমাত্রও পাই না। স্বপ্ন ঊড়ে বারে বারে,তবুও স্বপ্ন দেখি লেখাপড়া ক্লাস ফাইভ ।

4 thoughts on “এলেবেলে – ৩২

  1. নাচতে জানা এবং নাচাতে জানা দুটোই আর্ট ! কথাটি সর্বৈব সত্য স্যার।

    এবং “বড় ভালো লোক ছিলো” আসলেই একটি ক্লাসিক ছায়াছবি। আমি দেখেছি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. নাচতে জানা এবং নাচাতে জানা দুটোই আর্ট ! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।