নানান ভাষা
জানি না তোর মনের কথা
একদমই বুঝি না প্রেমের ভাষা,
ভাসতে ভাসতে জীবন
এক এক নদীর এক এক ভাষা;
নদীও তো নারীই
তাই না?
জলের ভাষা
স্রোতের ভাষা
নদীর ভাষা
তোর ভাষা বুঝতে গিয়ে কুলকুল ভাসছি আমি;
নারীর ভাষা আজো বুঝি নি
বড্ড অবোধ্য ঐ প্রেমের ভাষা;
কবে জানি ভাসতে ভাসতে টুপ করে ডুবে যাই!
কাঁদিস না কিন্তু সেদিন;
কান্নার ভাষা সইতে পারি না।
বাহ, সুন্দর
'জলের ভাষা স্রোতের ভাষা নদীর ভাষা' বাঁচতে হলে এবং বাঁচাতে হলে নিরবের সব ভাষাই আয়ত্বে রাখতে হবে প্রিয় নির্বাসনের মানুষ যাযাবর জীবন। নইলে রক্ষা নাই।
সুন্দর নারীরাই বেশী ভাষা বুঝে———-
শুভেচ্ছা জানবেন কবি জীবন বাবু।
সুন্দর কবিতা।
জলের ভাষা
স্রোতের ভাষা
নদীর ভাষা
নারীর ভাষা

কান্নার ভাষা
এ জন্যই আপনার কবিতা ভালো লাগে প্রিয় কবি
নারীর ভাষা আজো বুঝি নি
বড্ড অবোধ্য ঐ প্রেমের ভাষা;
*

