বিশেষ শ্রেণী
আজকাল দিনকাল জানি কেমন হয়ে গেছে!
আজকালকার সন্তান বাবার প্রেম দেখে
মায়ের সাথে নয়,
বিছানায় উলঙ্গ অন্য কার সাথে;
আজকালকার সন্তান মায়ের প্রেম দেখে
বাবার সাথে নয়,
উলঙ্গ জড়াজড়ি অন্য কারো সাথে;
আজকালকার বাবা-মা,
পরকীয়া ঘরে ঘরে;
আজকালকার সন্তান
ছেলে কিংবা মেয়ে হোক
শরীর’কে বড্ড সস্তা মনে করে,
আজকালকার সন্তান
স্কুল পর্ব শেষ হওয়ার আগেই
নিজের কৌমার্য হরণের গল্প করে,গর্বভরে;
আমি একটা বিশেষ শ্রেণীর কথা বলছি,
বাংলায় জন্ম নিয়েও যারা ইংরেজিতে ঘেউ করে;
অর্ধ শিক্ষিত বাবা-মা জোর করে ভুল ইংরেজি ঝাড়ে
আর অতি শিক্ষিত সন্তানের কাছে যেন ইংরেজও হার মানে;
কদিন পর এদের সতীত্ব খুঁজতে হবে ডিকশনারিতে।
আজকাল দিনকাল জানি কেমন হয়ে গেছে! না মানলেও কথাটিকে মেনে নিতে হবে।
পরম বাস্তবতা।
আসলেই তাই। কোথাও কোথাও বিশেষ শ্রেণী আমাদের সামাজিক ব্যাধি হয়ে উঠছে।
* দুঃখজনক…