একটা চোখেই ডুবে থাকা যায়
চোখটা যদি তোর হয়
একটা ঠোঁটেই ডুবে থাকা যায়
ঠোটটা যদি তোর হয়
একটা তোতেই ডুবে থাকা যায়
তুইটা যদি আমার হয়
_____________________
একটা চোখেই ডুবে থাকা যায়
চোখটা যদি তোর হয়
একটা ঠোঁটেই ডুবে থাকা যায়
ঠোটটা যদি তোর হয়
একটা তোতেই ডুবে থাকা যায়
তুইটা যদি আমার হয়
_____________________
মন্তব্য প্রধান বন্ধ আছে।
একটা তোতেই ডুবে থাকা যায়
তুইটা যদি আমার হয়। একদম ঠিক কথা প্রিয় নির্বাসনের মানুষ যাযাবর জীবন।
শর্ত ঠিক আছে কবি।
অসাধারণ হয়েছে প্রিয় কবি যাযাবর ভাই।
অভিনন্দন কবি জীবন বাবু। চাওয়াটুকু পাওয়ায় রূপ নিক।